আজকাল ওয়েবডেস্ক: জেলের মধ্যেই হইহই করে উদযাপন করা হল এক বিচারাধীন বন্দির জন্মদিন! ঘটনা পাঁচ মাস আগের বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের। সোশাল মিডিয়ায় সেই জন্মদিন উদযাপনের ভিডিও ব্যাপক ভাইরাল হয়। তারপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্তের নির্দেশ দিয়েছে কারা বিভাগ।
যে বন্দির জন্মদিন উদযাপন করা হয়েছে তাঁর নাম গুব্বাছি সীনা। এই বন্দির বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে তারএক প্রতিদ্বন্দ্বীকে হত্যার অভিযোগ রয়েছে। অভিযুক্ত সীনাকে ধরতে গত ফেব্রুয়ারিতে অভিযান চালিয়েছিল সারজাপুরা পুলিশ। সেই সময়ে সে একজন কনস্টেবলকে আক্রমণ করে পায়ে গুলি করেছিল বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রতিবেদন অনুসারে, ভিডিও-তে যেসব অন্য়ান্য বন্দিদের দেখা যাচ্ছে তাঁদের নাম হল- নাম আনন্দ, অরুণ, প্রবীণ, সূর্য, মিঠুন, প্রীক্ষিত, প্রজ্বল, চেতন, অরবিন্দ এবং কার্তিক।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জেলের মধ্যে জন্মদিন পালনের সেই ভাইরাল ভিডিও প্রচার করেছে। সেখানে দেখা যাচ্ছে যে, বন্দি সীনাকে অন্যান্য বন্দিরা ঘিরে রয়েছেন। সীনার হাতে একটি বড় ছুরি দিয়ে. তা দিয়ে জন্মদিনের কেক কাটা চলছে। এই উদযাপনটির ভিডিও করেছিল সীনার আশপাশে থাকা অন্যান্য বন্দিরা।
সীনার হাতে নিহতর স্ত্রী সোশাল মিডিয়ায় ভিডিওটি দেখার পর জেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর, একটি মামলা দায়ের করা হয়। জেলের মধ্যে কীভাবে এই উদযাপন হল, কোথা থেকে কেক এলো, মোবাইল ফোন জেলের মধ্যে কীভাবে ঢুকল তা নিয়ে প্রশ্ন তুলেছে।