আজকাল ওয়েবডেস্ক: মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে, ভারত রাশিয়া থেকে জ্বালানি সরবরাহের উপর নির্ভরতা কমাতে শুরু করেছে। গ্রিয়ার বলেন যে, এই দিকে মোদি সরকারের প্রচেষ্টা স্পষ্টভাবে দৃশ্যমান। নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্য পার্থক্য সমাধানের দিকে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
গ্রিয়ার বলেন, "রাশিয়া থেকে জ্বালানি কেনা ভারতের অর্থনীতির জন্য মোটেই স্বস্তির নয়। আমরা বিশ্বাস করি ভারত এই তেল ক্রয় ছাড়াই এগিয়ে যেতে পারে। আসলে, আমরা দেখতে পাচ্ছি যে- তারা এখন তেল কেনার ক্ষেত্রে বৈচিত্র্য আনতে শুরু করেছে।"
গ্রিয়ার বলেন যে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত রাশিয়া থেকে তেল ক্রয় বাড়িয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। তিনি আরও বলেন, "জ্বালানি বৈটিত্রের বিষয়টি ভারত করতে পারে বলে আমরা বিশ্বাস করি এবং তা করা উচিত। সত্যি বলতে, আমি মনে করি তারা ইতিমধ্যেই এটি বুঝতে পেরেছে।"
ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে বড় বক্তব্য জেমিসন গ্রিয়ারেরমার্কিন প্রতিনিধি জোর দিয়ে বলেন যে, "ভারতের বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা আমেরিকার নেই, তবে তাদের লক্ষ্য হল জ্বালানি রপ্তানি থেকে রাশিয়া যে রাজস্ব অর্জন করে তা নিয়ন্ত্রণ করা, যা ইউক্রেন যুদ্ধের অর্থায়নের জন্য ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, "স্পষ্টতই, ভারত একটি সার্বভৌম দেশ এবং তারা নিজস্ব সিদ্ধান্ত নেবে।"
তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে কেবল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে মনোনিবেশ করছেন। আমাদের উদ্দেশ্য কার সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখা উচিত বা রাখা উচিত নয় তা নির্ধারণ করা নয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে আমরা কেবল ভ্লাদিমির পুতিনের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নিশ্চিত করতে চাই।"
ভারতকে একটি বাস্তববাদী দেশ হিসেবে অভিহিত করে গ্রিয়ার জানান যে, ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে।
ভারতের উপর ৫০ শতাংশ শুল্কের প্রভাবভারত বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত ৫০ শতাংশ আমদানি শুল্কের ঝুঁকি বহন করেছে। ৫০ শতাংশ আমদানি শুল্কের মধ্যে রয়েছে ২৫ শতাংশ প্রতিশোধমূলক কর এবং রাশিয়ান তেল কেনার সঙ্গে যুক্ত অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক কর। এই শুল্ক ভারতের বস্ত্র, রত্ন ও গয়না, চিংড়ি এবং সামুদ্রিক পণ্যের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি ক্ষেত্রকে প্রভাবিত করছে।