• ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে মা ও ছেলে, দরজা খুলতেই রক্তস্রোত দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঢোলাহাটে স্ত্রী ও সন্তানকে খুন করে পলাতক স্বামী। ঘরের দরজা খুলতেই স্থানীয়দের এবং পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে গেছে। ঘরের মেঝে ভিজে গিয়েছে রক্তে। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকা। 

    ওই এলাকার এক বাড়ির ভিতর থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় দু'জনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

    পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম মনোয়ারা বিবি (৪০) এবং তাঁর ছেলে আনোয়ার হালদার (৭)। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, গতকাল রাতে স্বামী ফিরোজ হালদার স্ত্রী ও সন্তানকে খুন করে পালিয়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চলছে। 

    এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা করিম উদ্দিন হালদার জানান, 'সকালবেলা ওই বাড়ি থেকে উদ্ধার হয় মনোয়ারা বিবি এবং তাঁর সন্তানের রক্তাক্ত মৃতদেহ। আমাদের প্রাথমিক অনুমান এই ঘটনায় সঙ্গে জড়িয়ে রয়েছে মনোয়ারার স্বামী। এই ঘটনার পর থেকে মনোয়ারার স্বামী পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। আমরা চাই সঠিক তদন্ত হোক এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।' 

    এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, 'রবিবার সকালে ঢোলাহাট থানার অন্তর্গত জামালপুর এলাকায় একটি বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় মা ও সন্তানের মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ পুলিশ মর্গে। এর পাশাপাশি মৃত ওই মহিলার নাম মনোয়ারা বিবি। মৃত ওই মহিলার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি আমরা। এই ঘটনার পর থেকে মৃত ওই মহিলা স্বামী পলাতক। অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মৃত ওই মহিলার শ্বশুরবাড়ির বেশ কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছি আমরা। আমরা আশা করছি খুব শীঘ্রই এই খুনের ঘটনা তদন্তের কিনারা করতে পারব। স্বাভাবিক অর্থে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।' 
  • Link to this news (আজকাল)