উত্তরবঙ্গে মৃত বেড়ে ১৭, নজর রাখছেন প্রধানমন্ত্রী, দিলেন পাশে থাকার প্রতিশ্রুতি...
আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। ভেঙেছে দুধিয়া লোহার সেতু ও বিজনবাড়ি সেতু। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। বিভিন্ন নজায়গায় রাস্তায় ধস নেমেছে। বন্ধ হয়ে দিয়েছ বহু রাস্তা। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে সববেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদি, ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্স-পোস্টে জানালেন যে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এক্স-পোস্টে মোদি লিখেছেন, 'দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন- এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
রবিবার উত্তরবঙ্গের পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানও। বলেন, 'মিরিক, দার্জিলিং, কালিম্পংয়ে প্রায় সাতটার বেশি ভূমি ধস হয়েছে প্রবল বর্ষণে। দার্জিলিং, মিরিকের লোহার ব্রিজ ভেঙেছে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ। অনেক পর্যটক আটকে রয়েছেন।'
পর্যটকদের নিয়েও এদিন বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আমি বলেছি, পর্যটকরা যে যেখানে রয়েছেন, সেখানেই থাকবেন এখন। তার জন্য যেন অতিরিক্ত হোটেল ভাড়া না দিতে হয়। হোটেল মালিক যেন অতিরিক্ত চাপ না দেন এই বিষয়ে, প্রশাসন নজর রাখবে সেদিকে। তাঁরা যেন তাড়াহুড়ো না করেন, আমরা সুরক্ষিতভাবে ফিরিয়ে আনব। এটা আমাদের দায়িত্ব। আমরা সবাইকে ঠিকমতো পৌঁছে দেব।'