আজকাল ওয়েবডেস্ক: বর্ষার মরসুম পেরিয়ে যাওয়ার পরেও বৃষ্টি-বিপর্যয় কমছে না। রবিবারের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রবল বর্ষণ, ভয়াবহ পরিস্থিতির সাক্ষী উত্তরবঙ্গের জেলাগুলি। রাতের অন্ধকারে ব্যাপক বৃষ্টি, তার জেরেই ধস, মৃত্যুমিছিল। কিন্তু বিপদ কী কাটল তাতে?
হাওয়া অফিস কী বলছে?
হাওয়া অফিসের তথ্য, রবিবার দিনভর দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে রবিবার দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে জারি লাল সতর্কতা। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেমি, কিংবা তার বেশি বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস।
রবিবার দুপুরে হাওয়া অফিসের আপডেট, দুপুর তিনটার পরবর্তী কয়েকঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলাপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ এবং দুই দিনাজপুরের বিস্তীর্ণ অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই বেলাতেও দুর্যোগের আশঙ্কা।
পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ, ঝড়ের পূর্বাভাস জেলায় জেলায়। আগামিকাল, অর্থাৎ সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে। একইসঙ্গে, সোমবার রাজ্যের সব জেলায় জারি হলুদ সতর্কতা। মঙ্গলবার, অর্থাৎ সাত অক্টোবর উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ অংশে ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা)-সহ বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আগেই জানা গিয়েছিল, রবিবাসরীয় দুপুরে জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও ছিল। আগেভাগেই সতর্কতা জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার দুপুর দেড়টার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দুপুর দেড়টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
রবিবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।