নিম্নচাপের প্রভাবে কোচবিহারে অতি ভারী বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন, জলমগ্ন বহু এলাকা
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলায় সকাল ন'টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ৬৬২.২০ মিলিমিটার। এর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে কোচবিহার সদরে। এখানে মোট ১৯০.২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল, শনিবার বিকাল ও সন্ধ্যার বৃষ্টির পর ভোর রাত থেকে ব্যাপক বৃষ্টিপাত চলছে। অনেকেই বলছেন, এমন বৃষ্টিপাত তাঁরা আগে দেখেন নি। এতে শহরের অধিকাংশ রাস্তায় জল জমে গিয়েছে। বহু এলাকায় বাসিন্দাদের বাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে। এর ফলে ব্যাপক ক্ষোভ জমতে শুরু করেছে। রাস্তা জল জমার কারণে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। শুধু কোচবিহার শহরই নয়, এদিন তুফানগঞ্জে ১৩৫.৪০ মিলিমিটার, মাথাভাঙায় ১৩৮.৬০ মিলিমিটার, মেখলিগঞ্জে ১৭৩.৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।এদিকে, কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীতে জল বাড়ছে। তবে এখনও কোনও সংকেত জারি হয়নি বলে বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে। সকাল ন'টার রিপোর্ট অনুসারে তোর্সার কেশব, ঘুঘুমারিতে জলস্তরে কোনও সংকেত জারি না হলেও জলস্তর বেড়েছে। শহরে যেভাবে জল জমেছে তার সঙ্গে যদি তোর্সাতেও জল বেশি বাড়ে তাহলে শহরের জল নামার ক্ষেত্রে জটিলতা দেখা দেবে বলে মনে করা হচ্ছে। তোর্সার হাসিমারাতে জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। জেলার মানসাই, রায়ডাক-১-২ নদীতে জলস্তর এখনও স্বাভাবিক থাকলেও মেখলিগঞ্জের তিস্তায় হলুদ সংকেত জারি করা হয়েছে।কোচবিহারের আকাশে এখনও মেঘের ঘনঘটা রয়েছে। প্রবল বৃষ্টি ও রাস্তা, বহু এলাকার বাড়িতে জল ঢুকে যাওয়ায় রাস্তা ঘাটে লোকজন কম রয়েছে। শহরের কেশব রোড, সুনীতি রোড, বিশ্বসিংহ রোড, রাজরাজেন্দ্রনারায়ণ রোড, মড়া পোড়া চৌপথি, ম্যাগাজিন রোড, নিউটাউন, সুভাষ পল্লী সহ বহু এলাকায় রাস্তায় জল জমে রয়েছে।