পাহাড়ে আটকে থাকা পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু পর্যটন দপ্তরের
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাহাড়ে আটকে থাকা পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল পর্যটন দপ্তর। শিলিগুড়িতে পর্যটন দপ্তরের মৈনাক ট্যুরিস্ট লজে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরটি হল ০৩৫৩- ২৫১৩৯৮৬। এছাড়া কলকাতায় পর্যটন দপ্তরে পর্যটকদের জন্য খোলা হয়েছে একটি টোল ফ্রি হেল্প লাইন। নম্বর ৯১৪৪৪৩৩৩১০। এছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও পর্যটকদের জন্য হেল্প লাইন খোলা হয়েছে। এগিয়ে এসেছে ট্যুর অপারেটরদের সংগঠনও। তাঁদের পক্ষ থেকেও চালু করা হয়েছে হেল্প লাইন। দার্জিলিংয়ের সোনাদায় এক বাঙালি পর্যটক নিখোঁজ বলে স্থানীয় সূত্রে খবর। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার। তিনি স্থানীয় একটি হোম স্টে-তে ছিলেন। ধসের জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হোম স্টে। যদিও প্রশাসনের দাবি, পর্যটক নিখোঁজ নিয়ে তাঁদের কাছে কোনও খবর নেই।বর্তমানে পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে ফুঁসছে তিস্তা। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় নদীর জল ঢুকতে শুরু করেছে। একাধিক জায়গায় কার্যত বন্যা পরিস্থিতি। ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকায় জলের তলায় বহু বাড়ি। চেংমারি পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ বলেন, বাড়িতে জল ঢুকে যাওয়ায় বেশ কিছু পরিবার বাঁধের উপর আশ্রয় নিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখেছেন প্রশাসনের আধিকারিকরা। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন, বাসুসুবায় বাঁধ ভেঙেছে। মেরামতির কাজ চলছে। পশ্চিম সাঙ্গোপাড়ায় গাইড বাঁধের রাস্তা ভেঙেছে। চৌরঙ্গি জুম্মাবস্তি জলমগ্ন। অন্যদিকে বৃষ্টির কারণে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা নতুন বাজার জলমগ্ন। জল বেড়েছে তালমা নদী, চাওই নদীর।