ঢোলাহাটে মা ও ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার, পলাতক স্বামী
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: ঢোলাহাট থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত দেহ। মৃতরা হলেন মনোয়ারা বিবি (৪০) ও তাঁর ছেলে আনোয়ার হালদার (৭)। এদিকে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন। ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায়ই সময় স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো। স্থানীয়দের দাবি, গতকাল, শনিবার, রাতে স্বামী ফিরোজ হালদার তাঁর স্ত্রী ও সন্তানকে খুন করে পালিয়ে গিয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক ফিরোজের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক আনুমান, প্রথমে শ্বাসরোধ করে ও পরে ব্লেড দিয়ে শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে।