• দিনহাটার ১২ হাজার পরিবারের কাছে বিজয়ার মিষ্টি পাঠাচ্ছেন উদয়ন
    দৈনিক স্টেটসম্যান | ০৫ অক্টোবর ২০২৫
  • দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই দিনহাটার সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে অভিনব উদ্যোগে সামিল হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বিজয়ার শুভেচ্ছা জানাতে শহরের প্রায় ১২ হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে মিষ্টির প্যাকেট এবং শুভেচ্ছাবার্তা।

    শনিবার থেকে শুরু হয়েছে এই তিনদিনব্যাপী কর্মসূচি। দিনহাটা পুরসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে এই মিষ্টি ও বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। মন্ত্রীর এই উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরীও।

    মন্ত্রী নিজেই জানিয়েছেন, ‘উৎসব মানেই আনন্দ ভাগ করে নেওয়া। আমি চাই শহরের প্রতিটি মানুষ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা পান। এই উদ্যোগ শুধুই রাজনৈতিক নয়, এটি আমার আত্মিক যোগাযোগের প্রয়াস।’ তিনি আরও জানান, তৃণমূলের কর্মীরাই নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব নিয়েছেন, এবং এই বৃহৎ কর্মসূচি সফল করতেই তাঁরা রাতদিন এক করে মাঠে নেমে পড়েছেন।

    প্রতি পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ লাড্ডুর প্যাকেট। সঙ্গে মন্ত্রীর স্বাক্ষরিত একটি শুভেচ্ছাবার্তা। পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা জানান, ‘পুরো কর্মসূচি তিনদিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। আমাদের দলের কর্মীরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এই প্যাকেট। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।’

    তবে রাজনৈতিক মহলের মতে, এই জনসংযোগ কর্মসূচি নিছক শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তথ্য বলছে, দিনহাটা শহর বরাবরই ভোটের হিসেবে মন্ত্রীকে তেমন স্বস্তি দেয়নি। উল্টে একাধিকবার প্রকাশ্য মঞ্চে শহরের ভোট ব্যবহারে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমন এক উদ্যোগ নিঃসন্দেহে রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)