• কুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট
    দৈনিক স্টেটসম্যান | ০৫ অক্টোবর ২০২৫
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিজয়ার শুভেচ্ছা পেয়েই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিজ্ঞ মহলের মতে তাঁর পোস্টে রয়েছে অভিমানের সুর। কেউ বলছেন কুণালের মনের ঈশান কোণে মেঘ জমেছে।

    সমাজ মাধ্যমে কুণাল লিখেছেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। খুব ভালো থাকুন। প্রথম সরাসরি আলাপ ১৯৮৭, তারপর দীর্ঘ যোগাযোগ। প্রবল স্নেহ পেয়েছি। নানা অভিজ্ঞতা। সেই সুসম্পর্কটা অনেকের সহ্য হয়নি। ফলে জীবনের কঠিনতম দিন দেখেছি আমি। অভিমান ছিল, কিন্তু দল ছাড়ার কথা ভাবিনি, ছাড়িনি। তারও পরে, আবার কাছাকাছি কাজের সুযোগ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল, এখনও। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হাল্কা চাঞ্চল্য পরিবেশটাকে আরও সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। আগের থেকে ভালো আছে বাংলা, অন্য রাজ্যের থেকেও ভালো আছে। বাংলার অভিভাবক এভাবেই বাংলা, বাংলাভাষী এবং বাংলাবাসীকে আগলে রাখুন। তৃণমূল পরিবারের এক সৈনিকের প্রণাম।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)