• উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, মৃতদের পরিবারকে সমবেদনা এবং সব ধরনের সাহায্যের আশ্বাস
    দৈনিক স্টেটসম্যান | ০৫ অক্টোবর ২০২৫
  • লাগাতার বৃষ্টির জেরে ভাসছে উত্তরবঙ্গ। জলস্ফীতির ফলে ভয়াল রূপ ধারণ করেছে উত্তরের নদীগুলি। প্রকৃতির তুমুল রোষে তছনছ উত্তরবঙ্গ। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। দার্জিলিংয়ে ধসে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধসের জেরে পাহাড়, সমতল বিচ্ছিন্ন। বেড়াতে গিয়ে হোটেল বন্দি পর্যটকরা।

    উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দার্জিলিং এবং সংলগ্ন এলাকার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রের তরফে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

    রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করেছেন তিনি। পোস্টে তিনি লেখেন, “ভারী বর্ষণ এবং ভূমিধসের কারণে দার্জিলিং এবং সংলগ্ন এলাকার যা পরিস্থিতি, তার উপর নজর রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের আমরা যথাসম্ভব সাহায্য করব।”
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)