উত্তাল তিস্তা-মহানন্দা, বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদী, উত্তরে বন্যা পরিস্থিতি
দৈনিক স্টেটসম্যান | ০৫ অক্টোবর ২০২৫
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী শনিবার রাতভর ভারী বৃষ্টি হয়। যার ফলে পাহাড়ে নেমেছে ভূমিধস। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ বিভিন্ন সড়ক। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা এবং তোর্সা নদী। জলবন্দি কয়েক হাজার পরিবার।
আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তোর্সা নদীর জলস্তর ১১৮ মিটার উপর দিয়ে বইছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়িতে একরাতে ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা এই বছর রেকর্ড বৃষ্টি। জলপাইগুড়ির মহামায়া পাড়া,পাণ্ডাপাড়া, স্টেশন রোড-সহ একাধিক ওয়ার্ডে জল দাঁড়িয়ে পড়েছে। ক্লাব রোডে গাছ ভেঙে বিচ্ছিন্ন যাতায়াত। কোচবিহার জেলাজুড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন অধিকাংশ এলাকা। সব মিলিয়ে জলে ভাসছে উত্তরবঙ্গ।
দুর্যোগের প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাংলা থেকে অসম যাওয়ার একাধিক ট্রেন বাতিল। বেশ কিছু ট্রেনকে ঘুর পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এনজেপি আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। ধুবরি শিলিগুড়ি ডেমু স্পেশাল এবং শিলিগুড়ি বক্সিরহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।