• নিখোঁজ আইটি কর্মীর পচাগলা দেহ উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ০৫ অক্টোবর ২০২৫
  • তিন দিন নিখোঁজ থাকার পর নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয়েছে এক তথ্য-প্রযুক্তি কর্মীর দেহ। মোবাইল ফোন ট্র্যাক করে ও শেষ অবস্থান চিহ্নিত করে গৌরাঙ্গনগরের ওই গেস্ট হাউসে পৌঁছায় পুলিশ। সেখানেই একটি ঘর থেকে ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করা হয়।

    মৃতের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায় (৩৪)। তিনি শ্যামনগরের বাসিন্দা। চন্দ্রনাথ একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। গত ২ তারিখ থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্ত শুরু করে পুলিশ। চন্দ্রনাথের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে শনিবার গৌরাঙ্গনগরে পৌঁছান তদন্তকারীরা। সেখানেই একটি ঘরের সামনে থেকে যাওয়ার সময় পচা গন্ধ পান তাঁরা। সেই ঘরের দরজা ভেঙে ঢুকতেই চন্দ্রনাথের পচাগলা দেহ উদ্ধার করা হয়। দেহের পাশ থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। চন্দ্রনাথকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে তাঁর কাছে এত ঘুমের ওষুধ এল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না তা পরিবারের সদস্যদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ।

    ইতিমধ্যেই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘুমের ওষুধের কারণে তাঁর মৃত্যু হয়েছে নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরিষ্কার হবে তদন্তকারীদের কাছে। ওই ব্যক্তি একাই গেস্ট হাউসে এসেছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গেস্ট হাউসের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি গেস্ট হাউসের ঘর থেকে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)