• ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মোদির বারাণসী, থমকে জনজীবন
    প্রতিদিন | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বারাণসী এবং সংলগ্ন বেশ কিছু এলাকা। গত তিন দিন ধরেই বৃষ্টি চলছে বারাণসীতে। শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। তার জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান জল জমে রয়েছে রাস্তায়। বিপর্যস্ত জনজীবন।

    প্রসঙ্গত, বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র। কিছুদিন আগেই অস্বাভাবিক বৃষ্টিতে কলকাতা শহরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছিল। গত ৪০ বছরে এত কম সময়ের মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়নি। তারপরেও রাজ্য প্রশাসন, পুরসভা কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত জল নেমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তুতা সত্ত্বেও কলকাতায় জল জমা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, সিপিএম-সহ বিরোধী দলগুলি। অথচ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের দুরবস্থা নিয়ে বিজেপি নেতাদের মুখে কোনও কথা নেই।

    শনিবার সকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-এর স্যর সুন্দরলাল হাসপাতাল চত্বরেও প্রায় হাঁটুসমান জল জমে থাকতে দেখা যায়। জলমগ্ন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাও। শুক্রবার বিএইচইউ চত্বরে ১০৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাতেই এই অবস্থা। শুক্রবার রাত থেকেই জল জমতে শুরু করেছিল শহরের বিভিন্ন প্রান্তে। শনিবার সকালেও সেই জল সম্পূর্ণ নামেনি। গোটা শহর জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। জামাকাপড় গুটিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছে শহরবাসীকে। জমা জল পেরিয়েই চলছে যাতায়াত। অথচ কলকাতায় জমা জলে দুর্ভোগ এড়াতে স্কুল-কলেজ-সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। এমনকি, বেসরকারি অফিসগুলিকেও বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করতে অনুরোধ করে রাজ্য প্রশাসন। কিন্তু বারাণসীতে যোগী আদিত্যনাথের সরকার বা পুর কর্তৃপক্ষ এমন কোনও উদ্যোগ নেয়নি।
  • Link to this news (প্রতিদিন)