উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশাল মিডিয়ায় পোস্ট
প্রতিদিন | ০৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টির দোসর নদীগুলির জলস্ফীতি। প্রকৃতির তুমুল রোষে কার্যত তছনছ উত্তরবঙ্গ। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে ধস নেমে অন্তত চারজনের মৃত্যুর খবর মিলেছে। ভূমিধসের জেরে পাহাড়, সমতল বিচ্ছিন্ন। বেড়াতে গিয়ে হোটেলে বন্দি হয়ে আতঙ্কে প্রতি মুহূর্ত কাটাতে হচ্ছে পর্যটকদের। এই পরিস্থিতিতে উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করেছেন তিনি। দার্জিলিংয়ে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন মোদি। যাঁরা আহত, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। জানিয়েছেন, দার্জিলিংয়ের পরিস্থিতি দিকে কেন্দ্র নজর সর্বদা নজর রাখছে। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাড়াতাড়ি তার মোকাবিলা হোক, প্রার্থনা মোদির।