‘বেবি ডল, তুমি আমার সঙ্গে শোবে না?’, উদ্ধার ‘বাবা’র আরও হোয়াটসঅ্যাপ চ্যাট
প্রতিদিন | ০৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তদন্ত যত এগোচ্ছে ততই হাতে আসছে দিল্লির স্বঘোষিত ‘বাবা’ স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থসারথীর একাধিক অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট। দিনের পর দিন কীভাবে ছাত্রীদের সে এধরনের মেসেজ করত, তা ভেবেই স্তম্ভিত হয়ে গিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই আরও কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট তাঁদের হাতে এসেছে। জানা গিয়েছে, এক ছাত্রীকে করা মেসেজে সে লেখে, ‘বেবি ডল, তুমি আমার সঙ্গে রাতে শোবে না?’
তদন্তকারীদের একটি সূত্রের খবর, বেশিরভাগ মেসেজেই চৈতন্যানন্দ ছাত্রীদের ‘বেবি ডল’, ‘বেবি’, ‘বেবি ডল ডটার’ বলে সম্মোধন করত। এরপর রাতে তাঁদেরকে অশ্লীল মেসেজ করে ক্রমাগত বিরক্ত করত দিল্লির স্বঘোষিত ‘বাবা’। এক ছাত্রীকে করা হোয়াটসঅ্যাপ মেসেজে চৈতন্যানন্দ লেখে, ‘সুইটি বেবি ডটার ডল। বেবি…তুমি কোথায়? তুমি কি আমার উপর রাগ করছো? কেন বেবি?’ উত্তরে বাধ্য হয়ে ছাত্রীটি জানান, তিনি এখন ঘুমোতে যাচ্ছেন। তারপরই চৈতন্যানন্দ লেখে, ‘শুভ রাত্রি। তুমি আমার সঙ্গে ঘুমাবে না? শোবে না আমার সঙ্গে? উত্তর দাও।’ এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, সমাজমাধ্যমেও তরুণীদের কু-মন্তব্য করতে ছাড়ত না ‘বাবা’। তরুণীদের ছবি বা পোস্টের কমেন্টে অশ্লীল মন্তব্য করত অভিযুক্ত।
গত রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগ্রার এক হোটেল থেকে ধরা পড়েছে দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট নামে আশ্রমের ওই স্বঘোষিত ‘বাবা’। গত কয়েকদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল সে। চৈতন্যানন্দ ওরফে পার্থসারথীর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রথম হয়েছিল ২০০৯ সালে। সেবার তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ এবং প্রতারণার অভিযোগও উঠেছে। পরে ২০১৬ সালেও এক মহিলা তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল। এবার ফের অভিযোগ, এবং তা অনেক বড় আকারে। একে একে ১৭ মহিলা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতেই যে আশ্রমের সঙ্গে ওই ‘বাবা’ যুক্ত সেই শ্রী শ্রীঙ্গেরি মঠও বাবার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছে।