সৌরজগতে লুকিয়ে আছে ‘প্ল্যানেট ওয়াই’! গবেষকদের দাবিতে চাঞ্চল্য
প্রতিদিন | ০৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরজগতে লুকিয়ে আছে এক ‘গোপন’ সদস্য। যার নাম ‘প্ল্যানেট ওয়াই’। সম্প্রতি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ‘মান্থলি নোটিসেস’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে এল সেই গ্রহের কথা। তবে একথা বলে রাখা ভালো, এখনও পর্যন্ত গ্রহটির অস্তিত্বের সপক্ষে কোনও প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। কিন্তু অপ্রত্যক্ষ প্রমাণ এত বেশি যে তা গ্রহটির অস্তিত্বকেই যেন তুলে ধরছে।
নেপচুনের ঠিক পিছনেই অবস্থিত কুইপার বেল্ট। বরফে ঢাকা এই বৃহৎ বলয় বিজ্ঞানীদের কাছে চরম কৌতূহলের বস্তু! গোপন গ্রহের সন্ধানে এখানে নিয়মিত নজরদারি চালান তাঁরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এবার সেখানেই তাঁরা এক ‘অদৃশ্য গ্রহ’ খুঁজে পেয়েছেন। জানাচ্ছেন, গ্রহটি সম্ভবত পৃথিবীর আকারের। এবং বুধের থেকে অনেকটাই বড়। সৌরজগতের বহিরাংশে চক্কর কাটছে সূর্যকে। কিন্তু সত্যিই কি গ্রহটির হদিশ পেয়েছেন গবেষকরা? এপ্রসঙ্গে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষণারত পড়ুয়া আমির সিরাজ বলছেন, ”ওই গবেষণাপত্রটি গ্রহটির আবিষ্কার নিয়ে নয়। বলা যায়, এমন এক ধাঁধা নিয়ে, যেটি সমাধান করলে আমরা একটি গ্রহের সন্ধান পাব।”
প্রসঙ্গত, নেপচুনের পিছনে অবস্থিত কোনও অদৃশ্য গ্রহের দাবি এই প্রথম নয়। এর আগে শোনা গিয়েছিল প্ল্যানেট এক্সের কথা। এবং সেটা বিংশ শতাব্দীতে। যদিও প্রথমে প্লুটোকে প্ল্যানেট এক্স হিসেবে ধরা হয়েছিল। পরে সেটিকে ‘বামনগ্রহ’ হিসেবে ধরা হয়। কিন্তু প্ল্যানেট এক্স নিয়ে এরপরও গুঞ্জন অব্যাহত থেকেছে। শোনা গিয়েছিল প্ল্যানেট নাইনের কথাও। কিন্তু এদের থেকে আলাদা প্ল্যানেট ওয়াই। মনে করা হচ্ছে, অন্তত ৫০টি মহাজাগতিক বস্তুর চলনে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা গিয়েছে। আর তা থেকেই স্পষ্ট হচ্ছে এর অস্তিত্ব। পৃথিবী থেকে বহুদূরে সৌরজগতের একেবারে কোনায় কি সত্যিই রয়েছে এই গ্রহ? জবাবটা পেতে আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।