• প্যালেস্টাইনে ত্রাণ পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি এসএফআইয়ের, পথে বামেরা
    প্রতিদিন | ০৫ অক্টোবর ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে এবার মানবিক সাহায্যের দাবি বাম ছাত্র সংগঠনের। বিধ্বস্ত গাজায় পাঠানো হোক ত্রাণসামগ্রী। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল এসএফআই। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি আদর্শ এম সাজি ওই চিঠিটি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। তাতে লেখা, ‘প্যালেস্টাইনে যা হচ্ছে, তা মানবতার সংকট। শুধু নির্বিচার বোমাবর্ষণ করে একটা সভ্যতাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টাই নয়, এখন খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে প্যালেস্টাইনে পৌঁছতে চাওয়া ফ্লোটিলাগুলোকেও বাজেয়াপ্ত করছে ইজরায়েল। প্যালেস্টাইনের শিশুরা যাতে অভুক্ত থেকে মারা যায়, তার ব্যবস্থা করছে জায়নবাদী নেতানিয়াহুর সরকার। ইতিমধ্যেই যার প্রতিবাদে পৃথিবী জুড়ে পথে নেমেছে কোটি কোটি মানুষ।’

    সৃজন, সাজিদের ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ভারতের দীর্ঘ ঐতিহ্য প্যালেস্টাইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সংকটে ভারত সরকার এগিয়ে আসুক, খাদ্যসামগ্রী-সহ অন্যান্য ত্রাণ পাঠাক প্যালেস্টাইনে।’ তাদের আরও বক্তব্য, এই উদ্যোগে ভারত সরকারকে সাহায্য করতে মানুষের কাছে যাবেন এসএফআইয়ের কয়েক লক্ষ কর্মী। যাবতীয় বিরোধ ভুলে এই মুহূর্তে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আহ্বান জানিয়েছে এসএফআই।

    এদিকে, গাজায় গণহত্যা থামানোর দাবি এবং গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্লোটিলা’র উপর ইজরায়েলি আক্রমণের বিরুদ্ধে কলকাতায় মিছিল করেছে সমস্ত বামদল। শনিবার রবীন্দ্রসদন থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলায়। মিছিলে শামিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “যেভাবে ফ্লোটিলা আটকানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে তা ভয়ংকর। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। রাষ্ট্রসংঘ সঠিক ভূমিকা পালন করছে না। খাদ্য এবং ওষুধ নিয়ে যাওয়া কোনও জাহাজকে আটকানো যায় না।”

    এদিন মিছিলে সিপিএম ছাড়াও সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, ছাড়াও সিপিআই (এমএল) লিবারেশন-সহ অন্যান্য বাম মনোভাবাপন্ন দলগুলি অংশ নিয়েছিল। আমন্ত্রণ না পাওয়া ক্ষুব্ধ এসইউসিআই নেতৃত্বের বক্তব্য, তাদের এই মিছিলে আমন্ত্রণ জানানোই হয়নি। অথচ, বলা হয়েছে, মিছিলে সব বামদল থাকছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিরুদ্ধে ৭ অক্টোবর ‘ধিক্কার দিবস’ পালনের ডাক দিয়েছে এসইউসিআই। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, “বিশ্বজুড়ে জনমত যখন এখনই যুদ্ধ বন্ধ করা এবং প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছে, তখন ট্রাম্পের পক্ষ থেকে এমন এক প্রস্তাব তাঁর আসল সাম্রাজ্যবাদী উদ্দেশ্য এবং ষড়যন্ত্রকেই প্রকাশ্যে আনল।”
  • Link to this news (প্রতিদিন)