• পূর্ণতা পাচ্ছে জ়ুবিনের শেষ স্বপ্ন— গায়কের ঠিক করা দিনেই রিলিজ় হচ্ছে তাঁর শেষ ছবি
    এই সময় | ০৫ অক্টোবর ২০২৫
  • অসমের চলচ্চিত্র জগতে এক আবেগঘন মুহূর্তের সূচনা হতে চলেছে। জনপ্রিয় পরিচালক রাজেশ ভূঁইয়া ঘোষণা করেছেন যে, প্রয়াত সঙ্গীত শিল্পী জ়ুবিন গর্গের স্বপ্নের প্রকল্প ‘রই রই বিনালে’— একটি সঙ্গীত নির্ভর চলচ্চিত্র, এই বছরের ৩১ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং গর্গের শিল্পীসত্তা, অসমীয়া সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা এবং তাঁর অমর কণ্ঠের প্রতি অন্তিম শ্রদ্ধাঞ্জলি।

    ভূঁইয়া জানান, ‘এই ছবির কাজ আমরা গত তিন বছর ধরে করে যাচ্ছি। গল্প ও সুর দু’টোই জ়ুবিনদার নিজস্ব সৃষ্টি। এটি অসমের প্রথম পূর্ণাঙ্গ সঙ্গীত নির্ভর চলচ্চিত্র। ছবির প্রায় সব কাজই শেষ, শুধু ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ বাকি ছিল।’ তিনি আরও বলেন, ‘জ়ুবিনদা চেয়েছিলেন, ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই আমরা তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে সেই দিনেই ছবিটি মুক্তি দিচ্ছি— শুধু অসমে নয়, সারা দেশে। তাঁর কণ্ঠ আমরা ল্যাপেল মাইক্রোফোনে রেকর্ড করেছিলাম, ফলে ৮০–৯০% পরিষ্কার। তাই তাঁর আসল কণ্ঠই ব্যবহার করা হবে।’

    এই ঘোষণার মধ্য দিয়ে যেন জ়ুবিন গর্গের অনুপস্থিতিতেও তাঁর সৃষ্টিশীলতা জীবন্ত হয়ে উঠছে। তাঁর সুর, তাঁর গল্প, তাঁর কণ্ঠ— সব মিলিয়ে ‘রই রই বিনালে’ এক আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠবে দর্শকদের জন্য।

    এ দিকে জ়ুবিন গর্গের আকস্মিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য ও বিতর্ক। তাঁর ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ অনুযায়ী, গর্গকে সিঙ্গাপুরে ‘বিষপ্রয়োগ’ করা হয়েছিল। তিনি দাবি করেন, গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের সংগঠক শ্যামকানু মহন্ত ‘ইচ্ছাকৃত ভাবে বিদেশি স্থান নির্বাচন করেছিলেন, যাতে তাঁদের ষড়যন্ত্র গোপন থাকে।’ পুলিশের হাতে থাকা সরকারি নথি অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতে শর্মা ও মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও চমকপ্রদ তথ্য অনুযায়ী, গোস্বামী এবং সহগায়িকা অমৃতপ্রভা মহন্তকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

    প্রসঙ্গত, জ়ুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মারা যান। তিনি সেখানে উত্তর–পূর্ব ভারত উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। তাঁর মৃত্যু শুধু অসমের সঙ্গীত জগতের নয়, গোটা ভারতের কাছেই এক অপূরণীয় ক্ষতি।

  • Link to this news (এই সময়)