• ‘উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন?’, বিপর্যয়ের দিনেও মুখ্যমন্ত্রী কার্নিভালে থাকায় কটাক্ষ শুভেন্দুর
    এই সময় | ০৫ অক্টোবর ২০২৫
  • বৃষ্টি ও ধসের কারণে উত্তরবঙ্গে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলদাপাড়া, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই আবহে কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন নিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কেন উত্তরবঙ্গকে অগ্রাধিকার দিলেন না? তা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু।

    বিপর্যয়ের মাঝেও পুজোর কার্নিভালের আয়োজনকে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য, ‘কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য ! তা দশমীর চার দিন পর সরকারি অনুদান আর প্রশাসনিক চোখ রাঙানির জেরে প্রতিমা নিরঞ্জন আটকে রেখে, মিছিল করিয়ে ঘাটে যাওয়া কবে থেকে বাংলার ঐতিহ্য হয়ে গেলো?’

    উল্লেখ্য, গত বছর পুজোর কয়েকমাস আগেই আরজি করের ঘটনা নিয়ে উত্তাল ছিল গোটা বাংলা। পুজোর কার্নিভাল বন্ধ রাখার আবেদন করেছিল বিরোধী দলগুলি। সেই কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, ‘কলকাতা ভেসে যাওয়া ও কিছু নিরীহ মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পরেও উনি পুজো উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন, এখন কার্নিভাল নিয়ে ব্যস্ত। এক বছর আগের কথা মনে পড়ে যায়, যখন বলেছিলেন ‘উৎসবে ফিরুন’, তবেই তো লোকে আনন্দে মেতে থাকবে, ন্যায্য প্রশ্ন করবে না।’

    উত্তরবঙ্গের বন্যার জন্যে প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছেন শুভেন্দু। তাঁর প্রশ্ন, ‘মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন? সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে? নাকি ওখানে গিয়েও চিন, ভুটান, নেপালের বহিরাগত জলের তত্ত্ব দেবেন?’

    বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র বলেন, ‘উত্তরবঙ্গ বিপুল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। সিকিম, ভুটান থেকে আসা নদীগুলিও বিপদ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী পুরো নজর রাখছেন, বৈঠক করেছেন, নির্দেশ দিয়েছেন, মনিটর করছেন। সোমবার নিজে যাচ্ছেন। প্রশাসন এবং দল সংশ্লিষ্ট এলাকায় নেমে পড়েছে। মানুষের পাশে থাকছে।’

  • Link to this news (এই সময়)