• ভোটকেন্দ্রে বোরখা পরা মহিলাদের মুখ যাচাইকরণ, বিহারের বিজেপি সভাপতি মন্তব্যে বিতর্ক, দূরত্ব বাড়াতে মরিয়া নীতীশের দল
    আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিহারের নির্বাচন। তার আগে সে রাজ্যের বিজেপি প্রধান দিলীপ জয়সওয়ালের একটি মন্তব্য ঘিরে শোরগোল রাজনীতির ময়দানে। আসন্ন বিহার নির্বাচনের সময় বোরখা পরা ভোটারদের যাচাইয়ের দাবি তুলেছেন তিনি। যাকে কেন্দ্র করেই ব্যাপক বিতর্কের তৈরি হয়েছে। আরজেডি অভিযোগ করেছে যে বিজেপি "ঘৃণার" রাজনীতি করছে। তবে বিজেপির শরিকত জেডিইউ এই বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে মরিয়া। 

    শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বিজেপি প্রধান জয়সওয়ালের পরামর্শ ছিল ভোটকেন্দ্রে বোরখা পরা মহিলাদের যাচাইকরণ করতে হবে। তিনি বৈঠকের পরে সংবাদমাধ্যমকে বলেনছিলে, "ভোটারদের মুখ তাদের ভোটার আইডি (EPIC কার্ড)-এর ছবির সঙ্গে মিলিয়ে দেখা উচিত, বিশেষ করে বোরখা পরা মহিলাদের ক্ষেত্রে, যাতে প্রকৃত ভোটাররাই ভোট দিতে পারেন।" 

    আসন্ন নির্বাচন সম্পর্কে মতামত এবং পরামর্শ দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা শনিবার পাটনায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। 

    বোরখা পরা ভোটারদের সম্পর্কে জয়সওয়ালের মন্তব্যের নিন্দা করেছে প্রধান বিরোধী দল আরজেডি। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকারী  আরজেডি প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী দলের সাংসদ অভয় কুশওয়াহাকে বিজেপি নেতার মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেন, "এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সবেমাত্র সম্পন্ন হয়েছে। নতুন ছবি-সহ সকল ভোটারকে নতুন EPIC কার্ড প্রদান করা হবে। ভোটারদের সনাক্তকরণ কোনও বড় বিষয় নয়। তবে বিজেপি তাদের নিজস্ব এজেন্ডা এগিয়ে নিতে চায়।" 

    বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা তাঁর দলের সহকর্মীর বোরখা পরা ভোটারদের যাচাইয়ের দাবিকে সমর্থন করেছেন এবং ঘোমটা দেওয়া হিন্দু মহিলাদের সঙ্গে তুলনা করেছেন। বিজয় সিনহার মতে যাচাইকরণ প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই। পাশাপাশি তিনি বলেছেন, "সংবিধান অনুসারে, আইন সকলের জন্য একই হওয়া উচিত। একজন মহিলা বোরখা পরা থাকুক বা না থাকুক, নির্বাচন কমিশন যদি একজন মহিলা ভোটারের মুখ পরীক্ষা করার জন্য একটি নিয়ম আরোপ করে, তবে তা সকলের জন্য একই হওয়া উচিত। ঘোমটা পরা মহিলাদের মুখ কেউ চাইলে দেখতে পাবে কিন্তু বোরখা পরা মহিলাদের মুখ পাবে না এটা ধরণের বিষয়গুলি করা চববে না। মহিলা অফিসাররা মহিলা ভোটারদের মুখ পরীক্ষা করবেন। সমস্যা কীসের?"

    বিজেপি নেতার মন্তব্য তাদের শরিক জেডিইউ-এর সমর্থন আদায় করতে পারেনি। জেডিইউ নেতা খালিদ আনোয়ার বলেছেন যে, তাঁর দল এই ধরনের বক্তব্যে "হতাশ"। খালিদ আনোয়ারের কথায়, "নির্বাচন সংস্থাকে এর জবাব দিতে হবে। আমাদের নেতা নীতীশ কুমার এই ধরনের রাজনীতি সমর্থন করেন না। তিনি সর্বদা নারীদের অধিকারের জন্য কাজ করেছেন," তিনি বলেন।

    গত বছর একই রকম বিতর্কে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। একটি ভিডিও-তে দেখা গিয়েছিল যে, হায়দ্রাবাদ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কে মাধবীলতা বোরখা পরা মুসলিম ভোটারদের যাচাইয়ের জন্য তাদের মুখ দেখাতে বলছেন। পরে, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন যে, ভোটকেন্দ্রে ভোটারদের নির্বাচনী নিয়ম অনুসারে চিহ্নিত করা হবে, তবে তাদের সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান রেখে বিষয়টি হবে।
  • Link to this news (আজকাল)