• ডেলিভারি দিতে এসে অশালীন স্পর্শ ব্লিনকিট কর্মীর! ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মহিলা
    আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ব্লিনকিটের এক ডেলিভারি কর্মীর বিরুদ্ধে অশালীনভাবে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়ালেন এক মহিলা। এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, পার্সেল দেওয়ার সময় ওই কর্মী তাঁর বুকে হাত দেন। অন্য একটি টুইটে তিনি লেখেন, ডেলিভারি কর্মীর অপ্রীতিকর স্পর্শ থেকে বাঁচতে তাঁকে তড়িঘড়ি পার্সেলের বাক্সটি সামনে ধরে আড়াল তৈরি করতে হয়েছিল।

    ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যাচ্ছে, ব্লিনকিটের হলুদ উর্দি পরা ডেলিভারি কর্মী পার্সেলটি দিয়ে মহিলার থেকে টাকা নিচ্ছেন। এর পর খুচরো টাকা ফেরত দেওয়ার সময় তাঁর হাত মহিলার বুকে স্পর্শ করে। সঙ্গে সঙ্গেই মহিলা পার্সেলটি নিজের সামনে ধরে নেন।

    মহিলার অভিযোগ, ঘটনাটি জানানোর পর ব্লিনকিটের প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি হতাশ। সংস্থার তরফে প্রথমে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি।

    ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, "আজ ব্লিনকিট থেকে জিনিস অর্ডার করার পর আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। ডেলিভারি কর্মী প্রথমে আমার ঠিকানা জানতে চান এবং তারপর অশালীনভাবে আমাকে স্পর্শ করেন। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। @letsblinkit দয়া করে কড়া পদক্ষেপ করুন। ভারতে মহিলাদের সুরক্ষা কি মজার বিষয় ?"

    মহিলা আরও দাবি করেন, তিনি ঘটনার ভিডিও প্রমাণ হিসেবে দেখানোর পরেই ব্লিনকিট অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রথমে তাঁর মৌখিক অভিযোগের ভিত্তিতে সংস্থাটি শুধুমাত্র সতর্ক করে এবং সংবেদনশীলতা প্রশিক্ষণের কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু পরে ভিডিও প্রকাশ করতেই ওই কর্মীকে বরখাস্ত করা হয় এবং প্ল্যাটফর্ম থেকে তাঁকে নিষিদ্ধ করা হয়।

    ব্লিনকিটের তরফে উত্তরে বলা হয়, "ফোনে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা বুঝতে পারছি এই ঘটনা আপনার জন্য কতটা বিরক্তিকর। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে, কথামতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী কোনও প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সরাসরি মেসেজ করতে পারেন।”

    মুম্বই পুলিশও মহিলার টুইটের প্রতিক্রিয়ায় লেখে, "আমরা আপনাকে ফলো করেছি। দয়া করে আপনার যোগাযোগের উপায় আমাদের ডাইরেক্ট মেসেজে জানান।"

    সম্প্রতি এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বেশিরভাগ ব্যবহারকারীই মহিলার পাশে দাঁড়িয়ে ব্লিনকিট ডেলিভারি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে কিছু ব্যবহারকারীর মতে, স্পর্শটি হয়তো ইচ্ছাকৃত ছিল না, ভুলবশত হয়ে থাকতে পারে। এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

    এক ব্যবহারকারী লিখেছেন, "হ্যাঁ, এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সে ইচ্ছাকৃতভাবে আপনার শরীরের উপরের অংশের কাছে হাত এনে অশালীনভাবে স্পর্শ করেছে। আপনি যে ভয়ে সরে গিয়েছেন, সেটাও বোঝা যাচ্ছে। আপনি ভাগ্যবান বা আগে থেকেই ক্যামেরা প্রস্তুত রেখেছিলেন। এই ভিডিও রেকর্ডিং ছাড়া ওর অপরাধ প্রমাণ করা কঠিন হতো। বিষয়টি সহজে ছেড়ে দেবেন না।"

    অন্য একজন আবার মন্তব্য করেছেন, "এটা স্পষ্ট যে ও ইচ্ছাকৃতভাবে করেনি। আপনি ওর ডান হাতে টাকা দিয়েছেন আর ওর বাঁ হাতে ডেলিভারির জিনিস ছিল! আপনি শুধু মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন! সাধারণ ব্যাপার।" আবার তৃতীয় এক ব্যক্তি মন্তব্য করে বলেন, "এটা স্পষ্ট যে এই লোকটির কাজ ইচ্ছাকৃত, দুর্ঘটনা নয়। এটা অত্যন্ত ন্যক্কারজনক এবং ব্যক্তিগত পরিসর ও সুরক্ষার লঙ্ঘন।"
  • Link to this news (আজকাল)