ভাইরাল হওয়ার নেশায় জীবন বাজি যুবকের! চলন্ত 'কলম্বাস'- এ সুরক্ষা ছাড়াই উঠে পড়লেন , হাড়হিম করা ভিডিও প্রকাশ সামাজিক মাধ্যমে ...
আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সামান্য ভিউ বা লাইকের জন্য অনেকেই নিজেদের জীবন বাজি রাখতে পিছপা হন না। ভাইরাল হওয়ার মোহ, স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং অ্যালগরিদমের প্রভাবে বহু ব্যবহারকারী, বিশেষ করে তরুণ প্রজন্ম, প্রায়শই ভয়ঙ্কর সব স্টান্ট বা বিপজ্জনক চ্যালেঞ্জে অংশ নেন, যা অনেক সময় প্রাণঘাতীও হয়ে ওঠে।
সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে এক যুবককে রিল ভিডিও বানানোর জন্য কোনও রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই চলন্ত রাইডে উঠে পড়তে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, সম্ভবত কোনও এক নবরাত্রির মেলায় একটি 'কলম্বাস' বা নৌকা দোলনা তীব্র গতিতে দুলছে এবং তার ভিতরে বেশ কয়েকজন বসে রয়েছেন।
দোলনাটি যখন পুরোদমে চলছে, ঠিক তখনই লম্বা চুলের এক মাঝবয়সী যুবককে রাইডের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে নিজের সুরক্ষার তোয়াক্কা না করে নির্ভীকভাবে ওই চলন্ত রাইডটিতে চড়ে বসতে দেখা যায়।
দোলনাটি যখন খাড়া কৌণিক অবস্থানে উঠছে এবং আরোহীরা ভয়ে শক্ত করে রড ধরে রয়েছেন, তখনও ওই ব্যক্তিকে ভয়ডরহীন ভাবে দোলনার একেবারে মাথায় ঝুলতে দেখা যায়।
পরে, দোলনার একটি প্রান্ত নীচে নেমে আসতেই যুবক কোনও রকম আতঙ্ক ছাড়াই নেমে পড়েন। চলন্ত রাইডে তাঁর এমন কারসাজিতে বাকি আরোহীরাও হতবাক হয়ে যান। যদিও ভিডিওটি কোথাকার বা কখনকার, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
বলাই বাহুল্য, এই ধরনের ভাইরাল স্টান্টের পরিণতি মারাত্মক হতে পারে। এর ফলে গুরুতর দুর্ঘটনা, শারীরিক আঘাত, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
সম্প্রতি রাজস্থানের বরন জেলার বিখ্যাত দোল মেলায় এমনই এক ঘটনায় নৌকা দোলনা থেকে পড়ে গুরুতর জখম হন এক যুবতী। ভিডিওয় দেখা যায়, দোলনাটি যখন প্রায় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছয়, তখনই হাত ফস্কে নীচে থাকা টিউবলাইটের উপর ছিটকে পড়েন তিনি। ঘটনার পর দ্রুত তাঁকে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত এমনই অন্য আর একটি ঘটনা ঘটেছে। বিহারের একটি মেলায় 'ব্রেক-ডান্স' রাইডের একটি কেবিন ভেঙে যায়। এর ফলে দোলনায় বসে থাকা এক দম্পতি নীচে পড়ে যান এবং সামান্য আঘাত পান।