আজকাল ওয়েবডেস্ক: সেবা করতে গিয়ে এ কেমন আচরণ! রোগীকে বিস্কুট দিলেন, ছবিও তোলা হল। কিন্তু ক্যামেরার ঝলকানি শেষ হতেই সেই বিস্কুটের প্যাকেট কেড়ে নেওয়া হল রোগীর হাত থেকে। রাজস্থানের রাজধানী জয়পুরের একটি হাসপাতালের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপির ‘সেবা পক্ষ’ কর্মসূচির আন্তরিকতা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইছে ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে।
ঘটনাটি জয়পুরের আরইউএইচএস হাসপাতালের। সম্প্রতি সেখানে বিজেপির তরফে ‘সেবা পক্ষ’ বা ‘সেবা পখওয়াড়া’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল হাসপাতালে রোগীদের ফল, বিস্কুট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে জনসংযোগ। সেই মতোই দলীয় কর্মী এবং নেতারা হাসপাতালে পৌঁছে যান। রোগীদের সঙ্গে কথা বলেন, তাঁদের হাতে জিনিসপত্র তুলে দেন। আর সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করার জন্য তৎপর ছিলেন দলেরই চিত্রগ্রাহকরা।
এর মধ্যেই ঘটে বিপত্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা বিজেপি নেত্রী শয্যাশায়ী এক রোগীর হাতে একটি বিস্কুটের প্যাকেট তুলে দিচ্ছেন। রোগী সেটি নিতেই ছবি তোলার জন্য পোজ দেন নেত্রী। কিন্তু ছবি তোলা সম্পূর্ণ হতেই এক মুহূর্ত দেরি না করে তিনি রোগীর হাত থেকে প্যাকেটটি ফিরিয়ে নেন। হতচকিত রোগী কিছু বুঝে ওঠার আগেই নেত্রী সেখান থেকে সরে যান। নামমাত্র দশ টাকার একটি বিস্কুটের প্যাকেট নিয়ে এই ‘নাটক’ ক্যামেরাবন্দি হয়ে যায় এবং নিমেষেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, এই কর্মসূচিটি আয়োজন করেছিলেন শেওপুর ডিভিশনের ওয়ার্ড কো-অর্ডিনেটর বীরেন্দ্র সিংহ। যে সাঙ্গানের বিধানসভা এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেটি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের কেন্দ্র। মুখ্যমন্ত্রীর খাসতালুকেই দলের কর্মসূচিতে এমন লজ্জাজনক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, দাবি করা হয়েছে হাসপাতালের ভিতরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও ফটোশুট করা হচ্ছিল না। এটি নিছকই সেবামূলক কর্মসূচি ছিল।
কিন্তু এই দাবি মানতে নারাজ নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, এটি ‘সেবা’ নয়, নিখাদ ‘মার্কেটিং স্টান্ট’। সমালোচকদের একাংশের দাবি, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ওই রোগীর বিছানায় আগে থেকেই একটি বিস্কুটের প্যাকেট ছিল। তা সত্ত্বেও শুধুমাত্র ছবি তোলার স্বার্থে তাঁকে ব্যবহার করা হয়েছে। এই ঘটনা রাজনৈতিক দলগুলির প্রচারসর্বস্বতার নগ্ন রূপটিই তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন অনেকে। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিজেপির এই ‘সেবা পক্ষ’ কর্মসূচি এখন দেশজুড়ে ব্যঙ্গ ও সমালোচনার বিষয় হয়ে উঠেছে। গোটা ঘটনায় দলের ভাবমূর্তি যে বেশ কিছুটা ধাক্কা খেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।