• রেলপথে যাত্রা এবার আরও সহজ হবে, এসি ট্রেনের পরেই রানাঘাট-বনগাঁ শাখায় বিরাট চমকের ঘোষণা করল রেল...
    আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলের শিয়ালদা বিভাগের অধীনে রানাঘাট–বনগাঁ রেলপথের উন্নয়নে নতুন অধ্যায় শুরু হতে চলেছে শীঘ্রই। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সংযোগ রেলপথে এবার আসছে বড় আপগ্রেডে। জানা গিয়েছে, ভারতীয় রেলের বোর্ডের তরফে ৩২.৯৩ কিলোমিটার দীর্ঘ এই রানাঘাট–বনগাঁ শাখায় ডাবল লাইন প্রকল্পের জন্য ৩৯৬.০৪ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় মোট নয়টি স্টেশন ও দুটি লিমিটেড হাইট সাবওয়ে (LHS) নির্মিত হবে।

    একটি সাবওয়ে তৈরি হবে রানাঘাট ও মাঝেরগ্রামের মধ্যে, অন্যটি মাঝেরগ্রাম ও গোপালনগরের মাঝামাঝি স্থানে। রানাঘাট জংশন বর্তমানে শিয়ালদা–কৃষ্ণনগর–লালগোলা মেইন লাইনে অবস্থিত। অন্যদিকে বনগাঁ জংশন শিয়ালদা/কলকাতা–দমদম–বনগাঁ–পেট্রাপোল (বাংলাদেশ সীমান্তের নিকটে) লাইনের অংশ। এই দুই প্রান্তকে সংযোগকারী একক লাইন বর্তমানে প্রায় ১১৪ শতাংশ ধারণ ক্ষমতা নিয়ে চলে। সিঙ্গল লাইন হওয়ার কারণে ট্রেন চলাচলেও দেরি হয়। ক্রসিংয়ের কারণে যাত্রাপথে বিঘ্ন ঘটে।

    জানা যাচ্ছে, ডাবল লাইন সম্পূর্ণ হলে শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনেও আসবে গতি। রেল কর্তৃপক্ষের অনুমান, নতুন লাইনের ফলে অতিরিক্ত ০.৮৮ মিলিয়ন টন পণ্য পরিবহন (MTPA) সম্ভব হবে, পাশাপাশি প্রতিদিন আরও ১০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো যাবে, যার মাধ্যমে রেলের বার্ষিক অতিরিক্ত আয় দাঁড়াবে প্রায় ৮.৬৬ কোটি টাকা। বর্তমানে এই রুটের বিভিন্ন স্টেশন কুপারস হল্ট, নব রায়নগর হাল্ট, গঙ্গানগর, মাঝেরগ্রাম, আকাইপুর হাল্ট, গোপালনগর ও সাতবেড়িয়ার যাত্রীরা ডাবল লাইন চালু হলে পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের সঙ্গে এবং দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে আরও নির্বিঘ্নে যুক্ত হতে পারবেন।

    যাত্রা আরও সুখকর হবে সাধারণ মানুষের জন্য। অন্যদিকে, সম্প্রতি রানাঘাট–বনগাঁ রুটে এসি ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় যাত্রী সেবা আরও উন্নত হয়েছে। এবার ডাবল লাইন প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াতে আসবে দীর্ঘস্থায়ী স্বস্তি। রেল কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিয়ালদা শাখায় রেলের পরিকাঠামো আরও শক্তিশালী হবে। গত ৫ সেপ্টেম্বর থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় চালু হয়েছে এসি লোকাল।

    সকাল ৭.১১ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে বনগাঁ শাখার ট্রেনটি। ৭.৪৪ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছায়। ঘড়ির কাঁটায় ৭.৫৫ মিনিটে বনগাঁ থেকে রওনা হয় শিয়ালদার উদ্দেশে। মাঝে দীর্ঘ প্রায় ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে বনগাঁ থেকে শিয়ালদহে পৌঁছায় ট্রেনটি। মাঝে ঠাকুরনগর, গোবরডাঙা, হাবরা, দত্তপুকুর, বারাসত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধান নগর রোড স্টেশনে ট্রেনটি থামবে। ৯.৩৭ মিনিটে ট্রেনটি পৌঁছয় শিয়ালদায়। বিকেলে ফের ৬.১৪ মিনিটে শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়ে। রাত ৮.০৫ মিনিটে বনগাঁয় পৌঁছায়। ৮.৪১ মিনিটে অন্তিম স্টেশন রানাঘাটে গিয়ে থামে এই ট্রেন।
  • Link to this news (আজকাল)