পর্যটকদের উদ্ধারে ঝাঁপাল পুলিশ-প্রশাসন, উদ্ধার ১০০ জন
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বৃষ্টি ও ধসে পাহাড়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ঝাঁপিয়েছে প্রশাসন। গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে আজ, রবিবার দুপুর পর্যন্ত প্রায় ১০০ জনকে উদ্ধার করে সমতলে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে যারা নামতে পারেননি তাঁদের হোটেলে থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ ও প্রশাসন। একই সঙ্গে তাঁরা পর্যটকদের জন্য হেল্প লাইন নম্বর চালু করেছে। পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে এসেছিলেন পর্যটকরা। যাদের একাংশ সিকিম ঘুরে কালিম্পং ও দার্জিলিং হয়ে সমতলে নামার পরিকল্পনা করেছিলেন। এই অবস্থায় শনিবার রাত থেকে বৃষ্টি ও ধসে বিধ্বস্ত পাহাড়। ফলে চরম বেকায়দায় পড়েছেন পর্যটকরা। তাঁদের কেউ সফরসূচি কাটছাট করে সমতলের উদ্দেশে রওনা হয়েছেন। রাস্তা ধসে বিধ্বস্ত হওয়ায় তাঁদেরকে চরম ভোগান্তির শিকার হতে হয়। আবার কেউ কেউ হোটেলেই রয়েছেন।কয়েকজন পর্যটক বলেন, গোটা বছরের ক্লান্তি কাটাতে পুজোর ছুটিতে পাহাড়ের অফবিট স্পটে বেড়াতে এসেছিলাম। সফর শেষ করে শনিবার পাহাড় থেকে সমতলের উদ্দেশে রওনা হই। বৃষ্টির জেরে রাস্তাতেই আটকে যাই। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় কোনও রকমে শিলিগুড়িতে এসেছি। আবার কয়েকজন বলেন, পাহাড়ের বিভিন্ন জায়গা ধসে ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরিকে কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও খবর। তাই মিরিক সফর বাতিল করে আজ সকালে সুখিয়াপোখরির হোটেল থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হই। রাস্তায় অসংখ্য জায়গায় ধস নেমেছে। কিছু জায়গায় রাস্তা বন্ধও ছিল। ঘটনাস্থলের দু'পাশে যানবাহনের লম্বা লাইন। প্রশাসন ওয়ান-ওয়ে পদ্ধতিতে যানবাহন পাস করায়। এতে অত্যন্ত ধীর গতিতে চলতে হয়। ফলে কিছুটা হয়রান হতে হলেও নিরাপদে সমতলে এসেছি।পাহাড় ভ্রমণে আসা পর্যটকদের সুরক্ষায় ইতিমধ্যেই প্রশাসন কিছু হেল্পলাইন নম্বর চালু করেছে। দার্জিলিংয়ের মহকুমা শাসক রিচার্ড লেপচা বলেন, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জোরবাংলো, সুখিয়াপোখরি, ঘুম, প্রভৃতি এলাকা থেকে বেশ কয়েকজন পর্যটককে নিরাপদে সমতলে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও পর্যটকের কোনও সমস্যা হয়নি। কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রমানিয়াম টি বলেন, পর্যটকদের যাতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। জাতীয় সড়কের অবস্থা, যান চলাচল নিয়ে সকলকে সতর্ক করা হয়েছে।পুলিশের এক অফিসার জানান, যারা এখন পাহাড়ে রয়েছেন, তাদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার পর তারা পাহাড়ে ঘোরাঘুরি করতে পারবেন। কয়েকজন ট্যুর অপারেটার বলেন, কালিম্পং থেকে পর্যটকদের বিকল্প রাস্তা দিয়ে সমতলে নামিয়ে আনা হচ্ছে। 1. Helpline number of Tourism Deptt at Mainak (WBTDCL) - 0353-25139862. HHTDN helpline number - +91 91444 333103. Helpline number at BBD bagh - 1800 212 16554. Siliguri Police Control Room0353-2662010.0353-2662210787270773370013101279147889607