• প্রবল বৃষ্টি, জলদাপাড়া অভয়ারণ্য থেকে ভেসে গেল গণ্ডার
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রবল বর্ষণে জলদাপাড়া অভয়ারণ্য থেকে একটি গণ্ডার তোর্সা নদীতে ভেসে পুণ্ডিবাড়িতে চলে যায়। সেটি আজ, রবিবার সন্ধ্যায় পুণ্ডিবাড়ি থানার নয়ারহাট কাঠালবাড়ি গ্রামে পাওয়া গিয়েছে। খবর পেয়েই কোচবিহার বনদপ্তর, জলদাপাড়া, বক্সা টাইগার রিজার্ভ থেকে বন দপ্তরের টিম এসেছে সেটিকে বাগে আনতে।বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরাও সেখানে রয়েছেন। কোচবিহার বন দপ্তরের এডিএফও বিজনকুমার নাথ বলেন, জলদাপাড়ার জঙ্গল থেকে সেটি তোর্সায় ভেসে এসেছে। সেটিকে বাগে আনতে বন দপ্তরের আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)