নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিপর্যয়ের জেরে নাগরাকাটার বামনডাঙায় পাঁচজনের মৃত্যু। জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে জানিয়েছেন, বামনডাঙা থেকে পাঁচটি দেহ পাওয়া গিয়েছে। এসডিআরএফ এবং এনডিআরএফ উদ্ধারকার্য চালাচ্ছে। স্থানীয়দের দাবি, বামনডাঙা এলাকার অনেকেই এখনও নিখোঁজ। অন্তত দশটি সেতু ভেঙে পড়েছে। উধাও রাস্তা। বিচ্ছিন্ন যোগাযোগ। জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন বলেন, সকাল থেকেই দুর্গতদের উদ্ধারের পাশাপাশি তাঁদের কাছে খাবার, পানীয়জল, ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে জেলা প্রশাসন।এদিকে বিপর্যয়ের জেরে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দুর্গত এলাকাগুলিতে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ বণ্টন নিগমের জলপাইগুড়ির রিজিওনাল ম্যানেজার গোবিন্দ তালুকদার বলেন, পরিস্থিতির উন্নতি হলেই আমরা ফের বিদ্যুৎ পরিষেবা চালু করব। এদিকে জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতির উপর নজর রাখতে এবং প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আজ, রবিবার জলপাইগুড়ি চলে আসেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।