• গুজরাতে নিখোঁজ পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক
    দৈনিক স্টেটসম্যান | ০৬ অক্টোবর ২০২৫
  • গুজরাতে কাজ করতে গিয়ে এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ যুবক বিদ্যাধর মাহাতোর বাড়ি পুরুলিয়ার বরাবাজার ব্লকের সরিষাবহাল গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই গুজরাটের ভুজ জেলার একটি বেসরকারি সংস্থায় রংয়ের কাজে যুক্ত ছিলেন। গত ৬ সেপ্টেম্বর রাতে শেষবার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ হয় তাঁর। এরপর থেকেই তিনি নিখোঁজ।

    বিদ্যাধরের স্ত্রী কণিকা মাহাতো জানান, সেদিন রাত ৩টার পর থেকে আর স্বামীর খোঁজ পাওয়া যায়নি। বিদ্যাধর যে ভাড়া ঘরে থাকতেন, সেখানে পড়ে ছিল তাঁর ব্যাগ, আধার কার্ড, অন্যান্য নথিপত্র। ওই ঘরে আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক থাকতেন। স্ত্রীর দাবি, তাঁদের জিজ্ঞাসাবাদ করলেই নিখোঁজের প্রকৃত কারণ জানা যেতে পারে। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর থানায় গেলে প্রথমে অভিযোগ নিতে অনীহা দেখায় পুলিশ।

    পরে গত ২৩ সেপ্টেম্বর বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যাধরের স্ত্রী। বিদ্যাধরের মা বলেন, ‘শুধু একটি এফআইআর করেই থানা কর্তব্য শেষ করেছে। কোনও খোঁজখবর নেয়নি।’ ১০ মাসের সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কণিকা মাহাতো। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন তিনি। বরাবাজার পঞ্চায়েত সমিতির সদস্য আরতি মাহাতো বলেন, ‘খবর পেয়েছি, দলের তরফেও খোঁজ নেওয়া হয়েছে। তবে পুলিশের তদন্ত নিয়ে কিছু বলতে পারব না।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)