জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক রাতের বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয়। ভাসছে উত্তরবঙ্গ। প্রবল দুর্যোগে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। প্রতিকূল পরিস্থিতিতে এবার বদলে গেল আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসের সময়সূচি। স্রেফ ঘুরপথে চলাই নয়, যাত্রাপথও সংক্ষিপ্ত করা হল বেশ কয়েকটি ট্রেনের।
ভারী বৃষ্টির কারণে আলিপুরদুয়ারের অনেক জায়গায় এখন রেললাইনের উপর জল বইছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রবিবার দুপুর ৩ টেয় বদলে সন্ধ্যায় সাড়ে ৬টায় নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস।
যাত্রাপথ সংক্ষিপ্ত
---
বোঙ্গাইগাঁও – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রা শেষ হবে নিউ কোচবিহার স্টেশনে। নিউ কোচবিহার ও নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেনটি আংশিকভাবে বাতিল থাকবে।