• কার্নিভালের শহরে ‘শোকমিছিল’ নিয়ে পথে শুভেন্দুরা, ১২ মৃত্যুর জন্য ফিরহাদকে গ্রেফতারের দাবি
    আনন্দবাজার | ০৫ অক্টোবর ২০২৫
  • কলকাতায় পুজোর কার্নিভালের দিনেই দুর্যোগে মৃতদের জন্য ‘শোকমিছিল’ হল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিজেপি নেতাদের নিয়ন্ত্রণে থাকা ‘সামাজিক-সাংস্কৃতিক’ সংগঠন ‘খোলা হাওয়া’ এই মিছিলের ডাক দিয়েছিল। ২৩ সেপ্টেম্বর জলমগ্ন কলকাতায় ১২ জনের মৃত্যুর জন্য মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি তোলা হয়েছে মিছিল থেকে।

    বেলা সওয়া ৩টে নাগাদ কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে মিছিলে যোগ দেন বিজেপি নেতা অর্জুন সিংহ, তাপস রায়, কেয়া ঘোষ, কৌস্তভ বাগচী, তমোঘ্ন ঘোষেরা। ‘মমতা প্রশাসন ধিক্কার’ লেখা প্ল্যাকার্ড এবং মোমবাতি হাতে নিয়ে মিছিলে পা মেলান তাঁরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, বিকেল ৫টার মধ্যে কর্মসূচি সেরে ফেলতে হবে। সে কথা মাথায় রেখেই মিছিল শুরু হয়েছিল। ৪টে নাগাদ তা পৌঁছোয় ধর্মতলায়। সেখানেই সংক্ষিপ্ত সভা করে কর্মসূচি শেষ করা হয়।

    সভামঞ্চে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও ছিলেন। তবে শুভেন্দুই ছিলেন প্রধান বক্তা। নিজের ভাষণে তিনি কলকাতার মেয়র ফিরহাদের পাশাপাশি পুলিশ কমিশনার মনোজ বর্মাকেও আক্রমণ করেন। শুভেন্দুর কথায়, ‘‘ফিরহাদ হাকিম এবং মনোজ বর্মার যৌথ বনাদ্যতায় আমরা ১২জন সহনাগরিককে হারিয়েছি।’’ রাজ্যের প্রশাসন এবং কলকাতা পুরসভার ‘অপদার্থতায়’ গত ২৩ সেপ্টেম্বর শহরে এতগুলি মৃত্যু ঘটেছে বলে শুভেন্দু তোপ দাগেন। তাঁর অভিযোগ, প্রত্যেক মৃত্যুর জন্য দায়ী মেয়র এবং তাঁকে অবিলম্বে গ্রেফতার করার দাবিও শুভেন্দু তোলেন।

    শুধু কলকাতার দুর্যোগ এবং তার জেরে ঘটে যাওয়া মৃত্যু প্রসঙ্গে অবশ্য শুভেন্দু রবিবার সীমাবদ্ধ থাকেননি। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত ভয়াবহ বৃষ্টির জেরে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে যে বিপর্যয় তৈরি হয়েছে, সে প্রসঙ্গও টেনে আনেন। মুখ্যমন্ত্রী কেন রবিবারই দার্জিলিং রওনা হলেন না, কেন বিসর্জনের কার্নিভালে যোগ দিতে কলকাতায় রয়ে গেলেন, তা নিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন। তাঁর দাবি, উত্তরবঙ্গে সকাল থেকে উদ্ধারকাজে নেমে পড়েছে কেন্দ্রীয় সংস্থা এনডিআরএফ, আইটিবিপি এবং সেনা। যে এলাকায় বিপর্যয় ঘটেছে, সেখানে উদ্ধারকাজ চালানোর মতো সক্ষমতা রাজ্যের নেই বলে তিনি মন্তব্য করেন। তার পরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘‘গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। প্রধানমন্ত্রী ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর ইনি কী বলছেন দেখুন! বলছেন, আগে কার্নিভাল। পরে উত্তরবঙ্গ। এই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী!’’
  • Link to this news (আনন্দবাজার)