• পণের দাবিতে অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে ‘খুন’, ফের প্রশ্নের মুখে যোগীরাজ্যের নারী নিরাপত্তা
    প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণের দাবিতে অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশেরে মেনপুরির গোপালপুর গ্রামে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজনী কুমারি। বয়স ২১ বছর। তিনি রংপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত এপ্রিল মাসে সচিন নামে এক যুবকের সঙ্গে রাজনীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই সচিন এবং তাঁর পরিবারের লোকজনেরা পণের দাবিতে রাজনীর উপর অত্যাচার চালাত। তরুণীকে তাঁর বাপের বাড়ি থেকে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ উঠেছে। তবে গত শুক্রবার পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, রাজনীকে বেধড়ক মারধর করেন স্বামী এবং শ্বশুরবাড়ি লোকজনেরা। এরপরই তরুণীকে পিটিকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, প্রমাণ লোপাটের জন্য শ্বশুরবাড়ি লোকজনেরা তড়িঘড়ি সামনের একটি মাঠে রাজনীর শেষকৃত্য সম্পন্ন করেন।

    গোটা ঘটনাটি জানতে পেরে দ্রুত রাজনীর শ্বশুরবাড়িতে পৌঁছন তরুণীর মা সুনিতা দেবী।কিন্তু তাতে বিশেষ কোনও লাভ হয়নি। অবশেষে গত শনিবার তিনি ওঞ্চা থানায় রাজনীর শ্বশুরবাড়ির ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি। বলাবাহুল্য, চাঞ্চল্যকর এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়ল যোগীরাজ্যের নারী নিরাপত্তা।
  • Link to this news (প্রতিদিন)