• গুলি করে হত্যা বাবাকে, উত্তরপ্রদেশে ১৪ বছর পর সেই ‘খুনের’ বদলা নিলেন ছেলে!
    প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর আগে বাবার ‘খুনের’ বদলা নিলেন ছেলে! গুলি করে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাংলোরা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রাহুল। যদিও অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে বিশেষ দলও। অন্যদিকে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, বাবার খুনের বদলা নিতেই এই খুন নাকি এর পিছনে অন্য কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জয়বীর। তাঁর বিরুদ্ধে ব্রিজপাল বলে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ঘটনা। এই অপরাধে দীর্ঘ ১১ বছর জেলও খাটতে হয় জয়বীরকে। দীর্ঘ কারাবাস শেষ হওয়ার পর থেকে জয়বীর নিজের গ্রাম মাংলোতেই থাকছিলেন। ব্রিজপালের ছেলে রাহুল দীর্ঘ সময় ধরে বাবার খুনির খোঁজ চালাচ্ছিলেন। সম্প্রতি রাহুল জানতে পারেন জয়বীর মাংলোতে রয়েছেন। এরপরেই খুনের পরিকল্পনা কষে ফেলেন রাহুল! পুলিশ সূত্রে খবর, শনিবার মাঠে কাজ সেরে বাড়ি ফিরছলেন জয়বীর। একাই ছিলেন। এমনকী যে রাস্তা দিয়ে ফিরলেন তাও কার্যত ফাঁকা ছিল। ফলে এমন সুযোগ রাহুল হাতছাড়া করতে চাননি বলে পুলিশ সূত্রে খবর।

    জানা যায়, খুব সামনে থেকে জয়বীরকে লক্ষ্য করে গুলি চালায় রাহুল। একেবারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জয়বীর। আর সেই সুযোগেই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় রাহুল। এরপ স্থানীয় লোকজনই জয়বীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
  • Link to this news (প্রতিদিন)