• দুর্দিনে নেপালের পাশে থাকার আশ্বাস মোদির, ভারী বৃষ্টিতে প্রতিবেশী দেশে মৃত বেড়ে ৫১
    প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বৃষ্টির জেরে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল। হড়পা বান, ভূমিধসের জেরে সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পাশে থাকার আশ্বাস দিল ভারত। সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ‘কঠিন এই সময়ে নেপালের মানুষের পাশে রয়েছে ভারত সরকার। ভারত প্রতিবেশীর বিপদে সবরকম সাহায্য করতে প্রস্তুত।’

    নেপালে ভয়াবহ বিপর্যয়ের তথ্য প্রকাশ্যে আসার পর তাদের পাশে থাকার বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘নেপালে ভারী বৃষ্টিপাতের জেরে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমরা নেপালের সাধারণ মানুষ এবং সরকারের পাশে আছি। বন্ধু প্রতিবেশীর বিপদে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের অগ্রাধিকার। এই কঠিন সময়ে যে কোনও প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।’

    নেপালের সশস্ত্র পুলিশ বল (এপিএফ)-এর রিপোর্ট অনুযায়ী, ভারত সীমান্তবর্তী পূর্ব ইলম জেলায় মৃত্যু হয়েছে ২৮ জনের। এর পাশাপাশি বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন ৯ জন। এছাড়া দেশের নানা প্রান্তে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে নেপালজুড়ে। যার জেরে বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। নেমেছে হড়পা বান। বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট। প্রায় সব নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। দুর্গতদের উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজধানী কাঠমাণ্ডুর উপর দিয়ে বয়ে চলা নদীর অবস্থা অত্যন্ত গুরুতর। নদীতীরবর্তী অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদের।

    প্রশাসনের তরফে জানা গিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে উদয়পুরে ২ জন, রাউতাহাটে ৩ জন, রাসুওয়ায় ৪ জন এবং কাঠমান্ডুতে একজনের মৃত্যু হয়েছে। খোটাং, ভোজপুর, রাউতাহাট এবং মাকওয়ানপুর জেলায় বজ্রপাতের জেরে ৮ জন আহত হয়েছেন। এদিকে, পঞ্চথর জেলায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত এবং ৬জন আহত হয়েছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫১ তে। শুক্রবার রাত থেকে চলমান বৃষ্টি এখন পূর্ব নেপালে দাপট দেখাচ্ছে। টানা বৃষ্টিপাতের জেরে সেখানে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর সপ্তকোশি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তবর্তী কোশী বাঁধের ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)