দুর্যোগ উপেক্ষা করে সমুদ্রে নামাই কাল! বকখালিয়ে তলিয়ে মৃত্যু পর্যটকের
প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দুর্যোগ সত্ত্বেও বকখালির সমুদ্রে নামাই কাল। ডুবে মৃত্যু হল কলকাতার পর্যটকের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতের বাড়িতে।
জানা গিয়েছে, মৃতের নাম ওয়াজেদ আলি। তাঁর বয়স ২০ বছর। কলকাতার ৩৫ নম্বর আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা তিনি। রবিবার সকালে কলকাতা থেকে ৯ বন্ধুর একটি দল যায় বকখালি। সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টিও চলছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা ছিলই। তা সত্ত্বেও ওই যুবকেরা বকখালির সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। আচমকাই ওয়াজেদ আলি প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তলিয়ে যান। বন্ধুরা বিষয়টা বোঝা মাত্রই খবর দেয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীব সাহা-সহ পুলিশের একটি দল এফআইবি বোট নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে সমুদ্রে তল্লাশির কাজ শুরু করে।
বেশ কিছুক্ষণ পর ওই যুবকের দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই মৃতের পরিবার দেহ শনাক্ত করেছে বলে খবর। উল্লেখ্য, এহেন ঘটনা প্রথম নয়। একাধিকবার প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে পর্যটকরা উত্তাল সমুদ্রে নেমেছে। বিপদও ঘটেছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হবে।