• জিমে ডাম্বেল তোলা নিয়ে ধুন্ধুমার দুই মহিলার! ভাইরাল ভিডিও 
    আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের নয়ডায় এক চমকপ্রদ ঘটনায় জিমের ভিতরে দুই মহিলার মধ্যে তুমুল মারামারির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জিমে এক মহিলার সঙ্গে আরেক মহিলার মধ্যে প্রবল হাতাহাতি চলছে। ঘটনাটি ঘটে এক্সারসাইজের সময় ‘স্মিথ মেশিন’ ব্যবহার নিয়ে বিবাদের জেরে।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, এক মহিলা জিমে স্মিথ মেশিনে স্কোয়াট করছিলেন এবং অপর এক মহিলা পাশে দাঁড়িয়ে নিজের পালা অপেক্ষা করছিলেন। ওই মহিলা ব্যায়াম শেষ করার পর যখন মেশিনটি খালি করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ আরেক মহিলা কোথা থেকে এসে সরাসরি মেশিনটি দখল করার চেষ্টা করেন। এতে অপেক্ষায় থাকা মহিলা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয়।

    ভিডিওতে দেখা যায়, দুই মহিলা একে অপরকে ধাক্কাধাক্কি করছেন, চুল টানাটানি করছেন এবং মাটিতে পড়ে গিয়ে একে অপরকে মারছেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য মহিলারা দ্রুত এগিয়ে এসে দু’জনকে আলাদা করেন এবং পরিস্থিতি সামাল দেন। গোটা ঘটনাটি জিমে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ “Ghar Ke Kalesh” নামে একটি পেজ ভিডিওটি পোস্ট করে। তবে ঘটনার সঠিক তারিখ ও জিমের নাম এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ভিডিওটি প্রকাশের পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই এই ধরনের আচরণকে নিন্দা জানিয়ে বলেছেন, জিমের মতো জায়গায় এমন মারামারি অগ্রহণযোগ্য এবং এটি নারী নিরাপত্তা ও শালীনতার প্রশ্ন তোলে।

    ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। তবুও ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
  • Link to this news (আজকাল)