লে: লে শহরে বিক্ষোভে চারজনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। ততদিন তিনি জেলে থাকতে প্রস্তুত। রবিবার এমনই জানালেন জেলবন্দি সমাজকর্মী সোনাম ওয়াংচুক।
গত মাসে লাদাখে হিংসা ছড়ানোর দু’দিনের মাথায় গ্রেফতার করা হয়েছিল সোনামকে। জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। বর্তমানে রাজস্থানের যোধপুরের কারাগারে রয়েছেন বাস্তবের ‘র্যাঞ্চো’। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু হয়েছে লাদাখ জুড়ে। সম্প্রতি সোনামের স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ, সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। এই আবহে জেলে বসেই বার্তা পাঠালেন সোনাম। গত শনিবার জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইনজীবী মুস্তাফা হাজি ও দাদা। তাঁরাই সোনামের বার্তা পৌঁছে দেন। সোনাম জানিয়েছেন, ‘আপনারা শান্তি ও ঐক্যের পথ ছাড়বেন না। শান্তিপূর্ণভাবে সংগ্রাম করুন। বিক্ষোভের সময় যে চারজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি জেলে থাকতে তৈরি। শারীরিক ও মানসিকভাবে ভালো রয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এদিকে, কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জানিয়েছে, সোনাম সহ অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রের সঙ্গে বৈঠকে তারা বসবে না।