• পহেলগাঁও হামলায় জঙ্গিদের সাহায্যের অভিযোগ, কাশ্মীরে গ্রেফতার যুবক
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • শ্রীনগর: পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের সাহায্য করার অভিযোগে একজনকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইউসুফ কাতারি। ২৬ বছরের কাতারি পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গি সুলেমান, জিবরান ও হামজা আফগানির সঙ্গে অন্তত চারবার দেখা করেছিল বলে অভিযোগ। জঙ্গিদের সে একটি অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দেয়। গত জুলাইয়ে অপারেশন মহাদেবে তিন জঙ্গিকেই গুলি লড়াইয়ে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ভাঙা চার্জারের সূত্র থেকেই কাতারিকে সেপ্টেম্বরের শেষে পাকড়াও করা হয় বলে রবিবার জানিয়েছে পুলিশ।

    তদন্তকারীরা জানিয়েছেন, কাতারি মূলত পাহাড়ের উঁচু এলাকায় যাযাবর জাতির শিশুদের শিক্ষক হিসেবে পরিচিত। কিন্তু আর তার আড়ালেই জঙ্গিদের বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করা, অচেনা পাহাড়ি পথ চিনিয়ে নিয়ে আসার মতো কাজ করত সে। ধৃতকে জেরা করে জানা গিয়েছে, শ্রীনগর শহরের বাইরে জাবারওয়ান পাহাড়ে লুকিয়ে থাকা তিন জঙ্গির সঙ্গে চারবার দেখা করে কাতারি। জঙ্গিরা যাতে ফোন ব্যবহার করতে পারে, তার জন্যই চার্জার নিয়ে সেখানে যায় সে। অপারেশন মহাদেবের পর জঙ্গিদের ব্যবহৃত সামগ্রীর ফরেনসিক পরীক্ষা হয়। চার্জারটি কে কিনেছে, তার খোঁজ শুরু হয়। ধাপে ধাপে তদন্ত চালিয়ে কাতারির সন্ধান মেলে। পুলিশের দাবি, কাতারির গ্রেফতারি পহেলগাঁও হামলার তদন্তের অন্যতম বড়ো পদক্ষেপ। কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের সাহায্য করার জন্য যে নেটওয়ার্ক কাজ করে, তা ভাঙা আরও সহজ হবে।
  • Link to this news (বর্তমান)