• মণিপুরে অভিযান, ধৃত আরও ৭ জঙ্গি
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • ইম্ফল: অপারেশন সংকট। অসম রাইফেলসের অভিযানে চূড়াচাঁদপুরের জঙ্গল, থৌবল ও পশ্চিম ইম্ফল থেকে ইতিমধ্যে মোট দশজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ল আরও সাত জঙ্গি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলা থেকে এই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা কাংলেইপাক কমিউনিস্ট পার্টি, পিপলস লিবারেশন আর্মি ও রিভোলিউশনারি পিপলস ফ্রন্টের সদস্য। জঙ্গিরা ইম্ফল এলাকায় ছিনতাই চালানোর পাশাপাশি যুবকদের ভুল বুঝিয়ে দলে নেওয়ার কাজ করত। ঘটনাস্থল থেকে প্রায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১৭ লক্ষ টাকা।
  • Link to this news (বর্তমান)