• কাফ সিরাপে শিশুমৃত্যুর ঘটনায় মধ্যপ্রদেশে গ্রেফতার ডাক্তার
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: মরশুম বদলের জেরে সাধারণ জ্বর-সর্দি এখন ঘরে ঘরে। আর তা নিরাময়ে মধ্যপ্রদেশের শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীণ সোনির কাছে সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন অনেক বাবা-মা। পারাসিয়াতেই রয়েছে প্রবীণের ক্লিনিক। জ্বর ও সর্দি নিরাময়ে সকলকে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কাফ সিরাপ প্রেসক্রাইব করেন তিনি। ১৪টি শিশুর মৃত্যুর ঘটনার জেরে ছিন্দওয়ারার সেই চিকিৎস প্রবীণকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ৮ জন শিশু ছিন্দওয়ারার নাগপুর হাসপাতালে চিকিৎসাধীন। তামিলনাড়ুর ওই কাফ সিরাপ উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে তদন্তে সিট গঠন করা হয়েছে। 

    সূত্রের খবর, সেপ্টেম্বরের প্রথম থেকেই প্রবীণ সোনির ক্লিনিকে সাধারণ জ্বর-সর্দির উপসর্গ নিয়ে শিশুদের নিয়ে হাজির হন স্থানীয়রা। তাদের সকলকেই নির্দিষ্ট ব্র্যান্ডের কাফ সিরাপ দেন তিনি। প্রাথমিকভাবে তাদের জ্বর-সর্দি ভালো হয়ে গেলেও মূত্র কমে যাওয়ার মতো নতুন উপসর্গ দেখা দেয়। কিডনির সংক্রমণ মারাত্মক আকার ধারণ করলে শিশুদের আবার হাসপাতালে ভর্তি করা হয়। বায়োপসি করে শিশুদের কিডনিতে উদ্বেগজনক মাত্রায় ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ে। ঘটনার পরেই মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর অভিযুক্ত উৎপাদক সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনায় দুঃখপ্রকাশ করে এক্স হ্যান্ডলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লেখেন, ‘ছিন্দওয়ারায় শিশুর মৃত্যু গভীর দুঃখের। অভিযুক্ত কাফ সিরাপটির বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।’
  • Link to this news (বর্তমান)