পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, দখলদাররা আটকে রেখেছে: ভাগবত
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। আমাদের একটি ঘরের মতো। অপরিচিতরা সেটি দখল করে রেখেছে। আমাদের ওই ঘর ফেরত নিতে হবে। রবিবার মধ্যপ্রদেশের সতনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
বিগত কয়েক দিন পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে অধিকৃত কাশ্মীরের স্থানীয়রা। পরিস্থিতি কার্যত গণবিদ্রোহের চেহারা নিয়েছে। দিকে দিকে পাক বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা। তাতে ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। এই আবহে ভাগবতের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। এদিন মধ্যপ্রদেশের অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, এখানে বহু সিন্ধি ভাইয়েরা রয়েছেন। তাঁদের দেখে খুব ভালো লাগছে। ওঁরা পাকিস্তানে যাননি। অবিভক্ত ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিস্থিতি আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। ওই বাড়ি (পাক অধিকৃত কাশ্মীর) আর এই বাড়ি (ভারত)-র মধ্যে কোনও ফারাক নেই। গোটা ভারত একটাই বাড়ি। কিন্তু, একটা ঘর যেখানে আমার টেবিল, চেয়ার, জামাকাপড় থাকত, সেটি দখলদারদের কব্জায় রয়েছে। আগামী কাল সেটি ফেরত নিতে হবে।