• বার্মিংহামগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, অবতরণ নিরাপদেই
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: অমৃতসর থেকে বার্মিংহামগামী বিমানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। বার্মিংহাম বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই খুলে গেল র‌্যাট (র‌্যাম এয়ার টারবাইন)। তবে শনিবার শেষমেশ বার্মিংহামে নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, হঠাৎ করে কেন র‌্যাট সক্রিয় হল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে বিমানে তেমন কোনও গোলযোগ মেলেনি। বিষয়টির তদন্ত করা হচ্ছে। র‌্যাম এয়ার টারবাইন সিস্টেম আসলে ফ্যানের মতো দেখতে একটি ডিভাইস। যখন বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, হাইড্রলিক সিস্টেম কাজ করে না, ঠিক তখনই সক্রিয় হয় এই টারবাইন। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে বার্মিংহাম থেকে দিল্লিগামী বিমানটি বাতিল করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)