কটক: দুর্গাপ্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়াল কটকে। জানা গিয়েছে, শনিবার মাঝরাতে দরগাবাজার এলাকার হাতিপোখরির কাছে একটি বিসর্জন শোভাযাত্রা যাচ্ছিল। সেখানে জোরে গান বাজানো হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, স্থানীয় কয়েকজন গান বাজানো নিয়ে আপত্তি জানান। সেই থেকেই অশান্তির সূত্রপাত। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। আগামী ৩৬ ঘণ্টার জন্য জারি করা হয়েছে কার্ফু। ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ। শান্তি বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।