• আজ উত্তর-পূর্ব সীমান্ত রেলের ন’টি ট্রেন বাতিল
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: শনিবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় রেলপথেও জল উঠেছে। যার জেরে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতি আজ, সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনে মোট ন’টি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই বাতিল ট্রেনগুলি হল শিলিগুড়ি জংশন-বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন-ধুবুরি ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন-নিউ বঙ্গাইগাঁও ডেমু, শিলিগুড়ি জংশন-বামনহাট ডেমু, শিলিগুড়ি জংশন-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি- আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি- বঙ্গাইগাঁও এক্সপ্রেস, শিলিগুড়ি জংশন-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ও বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার।

    এছাড়া শনিবার রাতের বৃষ্টিতে উদ্ভূত পরিস্থিতির জেরে রবিবার সকাল থেকেই বহু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। কিছু ট্রেন বাতিল ও আংশিকভাবে বাতিল করা হয়েছে। এদিন যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে, শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটি যাত্রা শুরু করেছে ৪ অক্টোবর, আলিপুরদুয়ার জংশন-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, এদিন যাত্রা শুরু করেছে। কামাখ্যা-আম্বেদকর নগর এক্সপ্রেস এদিন যাত্রা শুরু করেছে। এদিনের বাতিল করা ট্রেনগুলি হল, নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার জংশন – নিউ জলপাইগুড়ি পর্যটক স্পেশাল, ধুবরি-শিলিগুড়ি জংশন ডেমু, শিলিগুড়ি জংশন - বামনহাট এক্সপ্রেস। আংশিকভাবে বাতিল ট্রেনগুলি হল আলিপুরদুয়ার জংশন-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস। বিন্নাগুড়ি স্টেশনে যাত্রা আংশিকভাবে সমাপ্ত। শিলিগুড়ি জংশন–ধুবুরি ডেমু গুলমা স্টেশনে যাত্রা আংশিকভাবে সমাপ্ত।
  • Link to this news (বর্তমান)