• নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ, কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: নিম্নমানের সামগ্রী দিয়ে মানিকচকে মাতৃমা নির্মাণ হচ্ছে। এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতারা। তাঁদের দাবি, নিম্নমানের ইট, বালি সহ বিভিন্ন সামগ্রী দিয়ে চলছে নির্মাণকাজ। মানিকচক গ্রামীণ হাসপাতাল সংলগ্ন জায়গায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে মাতৃমা’র কাজ হচ্ছে। পূর্তদপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে নির্মাণকাজ। এদিন কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সরব স্থানীয়রা। সঙ্গে কাজও বন্ধ করে দেওয়া হয়েছে।

    তৃণমূল নেতা রাম ঘোষ ও শেখ নতুনের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত বালি অত্যন্ত নিম্নমানের। ইটের মানও খারাপ। স্থানীয় বাসিন্দা ও নেতারা  মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীকশংকর কুমারের দ্বারস্থ হন। নিম্নমানের কাজের বিষয়টি তাঁর সামনে তুলে ধরা হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক  তৎক্ষণাৎ বিষয়টি পূর্তদপ্তরের আধিকারিকদের জানান। তারপরই বন্ধ করে দেওয়া হয় কাজ। তৃণমূল নেতা রাম ঘোষ বলেন, বিধায়ক সাবিত্রী মিত্রের প্রচেষ্টায় মাতৃমা হচ্ছে। সেখানে নিম্নমানের কাজ কোনওভাবে মানা যায় না। ইট ও বালি ব্যবহারের অযোগ্য। এভাবে কাজ হলে ভবিষ্যতে ভবনটি ভেঙে পড়বে। বিএমওএইচ বলেন, কাজের দায়িত্বে রয়েছে পূর্তদপ্তর। তারাই এবিষয়ে বলবে। বিষয়টি তাদের জানানো হয়েছে। পূর্ত দপ্তরের মালদহ জেলা আধিকারিক নয়ন দত্ত বলেন, নিম্নমানের যেসব সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে, তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। কাজের মানও খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)