সূতিতে চায়ের সঙ্গে নেশার দ্রব্য খাইয়ে চালককে বেহুঁশ করে টোটো নিয়ে চম্পট
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, জঙ্গিপুর: যাত্রী সেজে দুই যুবক টোটোয় চাপে। চালককে সূতির আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে নেশার দ্রব্য খাইয়ে বেহুঁশ করে দেয়। তারপর তাঁকে নির্জন স্থানে ফেলে দুষ্কৃতীরা টোটো নিয়ে চম্পট দেয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ টোটো চালক ওই যুবককে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ওই যুবকের নাম শ্যামল ভুঁইমালি। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার উমরপুর ঘোড়াশালায়। চায়ের সঙ্গে নেশার দ্রব্য খাইয়ে তাঁকে সংজ্ঞাহীন করে দেওয়া হয়েছে বলে দাবি। যুবকের মোবাইলটি পাওয়া গেলেও টোটোটির কোনও হদিশ মেলেনি। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। টোটোটি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছে চালকের পরিবার। পুলিশ জানিয়েছে, যুবককে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠলে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা হবে। জানা গিয়েছে, রবিবার ভোর ৬টা নাগাদ শ্যামল টোটো নিয়ে বাড়ি থেকে বের হন। উমরপুরে দুই যুবক তাঁর টোটোয় চাপে। তারা টোটোয় করে হারিয়ে যাওয়া ছাগলের ব্যাপারে প্রচার চালাবে বলে জানায়। শ্যামলের সঙ্গে টোটো ভাড়া বাবদ ৫০০টাকার চুক্তিও হয়। আহিরণ নিয়ে যাওয়ার পথে তারা টোটো চালককে চা খাওয়ায়। চায়ের সঙ্গে তাঁকে নেশার দ্রব্য খাইয়ে দেওয়া হয় বলে দাবি। কিছুক্ষণ পরেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর দুষ্কৃতীরা ১২নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে নির্জন স্থানে শ্যামলকে ফেলে টোটো নিয়ে চম্পট দেয়। ওই যুবক আহিরণ ব্রিজ সংলগ্ন রাস্তার ধারে বেশ কিছুক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরাই থানায় খবর দেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। যুবকের স্ত্রী পলি ভুঁইমালি বলেন, সকালেই স্বামী টোটো নিয়ে বের হয়েছিল। পুলিশ আমাদের ফোন করে জানায়। এসে দেখি স্বামীকে পুলিশ উদ্ধার করেছে। ও ঠিকভাবে কথা বলতে পারছিল না। টোটোটিও নেই। পুলিশ দোষীদের গ্রেফতার করে শাস্তি দিক। পাশাপাশি, পুলিশ টোটোটিও উদ্ধার করে ফিরিয়ে দিক, সেটাই চাই। আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকাটি ফাঁকা। দুষ্কৃতীরা ওই টোটো চালককে নেশার দ্রব্য খাইয়ে সংজ্ঞাহীন করে দেয় বলে অনুমান পুলিশের। এরপর তাঁকে আহিরণ ব্রিজ ও চাঁদের মোড় টোলট্যাক্সের মধ্যমর্তী এলাকায় রাস্তার পাশেই ফেলে পালিয়ে যায়। ওই এলাকায় লোকজন কম চলাচল