• সন্দেশখালিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ বাড়ি, ছাউনির ব্যবস্থা করলেন বিধায়ক
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: চব্বিশের লোকসভা নির্বাচনে সন্দেশখালিতে গিয়ে গালভরা ‘পাশে দাঁড়ানোর’ আশ্বাস দিয়েছিল বিজেপি। কিন্তু ভোট মিটতেই তাদের কারও টিকি মিলছে না বলেই অভিযোগ। ‘বিজেপির দুর্গা’ বলে পরিচিত রেখা পাত্রর দেখা নেই। কদিন আগে সন্দেশখালিতে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে এলাকা। প্রায় ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত। তবুও সেই অর্থে পাশে দাঁড়াতে দেখা যায়নি বিজেপিকে। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত কর্মীদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাড়ির ছাদ উড়ে যাওয়া মানুষদের অ্যাসবেস্টসের ব্যবস্থা করেছেন তিনি। একইসঙ্গে দেওয়া হচ্ছে শুকনো খাবারও। এছাড়া সিপিএমের পক্ষ থেকে এলাকায় হেলথ চেকআপ ক্যাম্প করা হয়েছে। কিন্তু পদ্মপার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

    গত বৃহস্পতিবার সন্দেশখালি ১ ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি। ওই ঘটনায় আহত হন একাধিক মানুষ। এলাকায় পৌঁছান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত এবং প্রশাসনিক আধিকারিকরা। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার। বিধায়ক শনিবার এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দ্রুত সংস্কার করেন। অধিকাংশ বাড়ির ছাউনি উড়ে গিয়েছিল। কোনও বাড়ির টালি আবার কোনও বাড়ির অ্যাসবেস্টস উড়ে যাওয়ায় তারা অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বাঁশ-কাঠ এবং অ্যাসবেস্টস দেওয়া হয়। শুধু তাই নয়, পাঁচজন মিস্ত্রি কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে বাড়ি সংস্কার করা হয়। ক্ষতিগ্রস্ত সরিফুল মিস্ত্রি, হাবিবুল মণ্ডলদের কথায়, ঘটনার পর বিধায়ক আমাদের পাশে আছেন। প্রশাসনও সহযোগিতা করছে। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। এনিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন, যাঁরা বলছেন বিজেপি পাশে নেই তারা জানেন না যে বিজেপি প্রতিটি পরিবারের হাতে ত্রাণ পাঠিয়েছে। রেখাদি অসুস্থ, তাই হয়তো আসতে পারেননি। এনিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মোকাদ্দিম ওরফে লিটন বলেন, এটাই বিজেপির কাছে প্রত্যাশিত। তৃণমূল হল মানুষের সারাবছরের সঙ্গী, আর বিজেপি ভোটপাখি। ফলে, ওরা অনেক বড়ো কথা বলবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। যদিও এনিয়ে রেখা পাত্রর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে জমি দখল থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সন্দেশখালিতে শুরু হয় আন্দোলন। তা হাইজ্যাক করে বিজেপি। প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। ভোটপ্রচারে ‘ঘরের মেয়ে’ হয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাসই সার! ভোটে সন্দেশখালিতে জিতেও রেখা সেই অর্থে মানুষের পাশে নেই বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)