বেগমপুরে পারিবারিক বিবাদের কারণে স্ত্রীর হাতে স্বামী খুন, গ্রেফতার ভাশুরও
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পারিবারিক বিবাদের জেরে ভাশুরকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী। শনিবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির বেগমপুরের খরসরাইয়ে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুফল দে (৬৭)। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে খুন করা হয়েছে। খুনের অভিযোগে সুফলবাবুর স্ত্রী বিভা দে এবং দাদা নবীন দে’কে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের আদালতে পেশ করলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশের দাবি, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা। এই ঘটনায় বিশেষজ্ঞ দল দিয়ে তদন্তের পরিকল্পনা করা হয়েছে। ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে।
এনিয়ে চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার বলেন, আমরা ধৃতদের চারদিনের জন্য হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই অস্ত্রের হদিশ এখনও মেলেনি। আশা করছি, দ্রুত তা উদ্ধার করা যাবে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদের কারণেই খুন বলে মনে করা হচ্ছে। তবে ব্যক্তিগত আক্রোশও ছিল। তবে সেই আক্রোশ কী রকমের, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে। খড়সরাইয়ের বাসিন্দা সুফলবাবুর রক্তাক্ত মৃতদেহ তাঁর ঘরেই পাওয়া যায়। তিনি পেশায় খেতমজুর ছিলেন। রাতে চণ্ডীতলা থানায় অভিযোগ করেন মৃতের ভাই বেচারাম দে। দ্রুত পুলিশ অকুস্থলে যায়। পুলিশের দাবি, তখনই পরিকল্পিতভাবে খুন ও প্রমাণ লোপাটের বিষয়টি নজরে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃতের স্ত্রী অসংলগ্ন বয়ান দেন। পরিস্থিতি বিচার করে বিভা দে ও তাঁর ভাশুরকে আটক করা হয়। রবিবার তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।