• ডেঙ্গুতে মৃত্যু সল্টলেকের কিশোরীর
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল সল্টলেকের বাসিন্দা এক কিশোরীর। শনিবার দুপুরে কলকাতার একটি নার্সিংহোমে তার মৃত্যু হয়। চলতি বছরে এই প্রথম বিধাননগর পুরসভায় কোনও ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হল। পুরসভা ও স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম রূপসী জানা (১৫)। বিধাননগরে পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ইএসআই হাউজিং কমপ্লেক্সে থাকত সে। এই ওয়ার্ডের কাউন্সিলার  বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ই পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। তিনি বলেন, ‘দুঃসংবাদটি পেয়েছি। অসুস্থ হয়ে প্রথমে ইএসআইয়ে ভর্তি ছিল। পরে কলকাতার নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি আমরা দেখছি।’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে বিধাননগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজারে পৌঁছে গিয়েছিল। ’২২ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫২৭ জন আক্রান্ত হয়েছিলেন মশাবাহিত এই রোগে। ’২৩ সালে সেপ্টেম্বর পর্যন্ত ২৩১৯ জন আক্রান্ত হয়েছিলেন। তবে গত বছর এই সময়কালে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১০৮। এবার সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩০ জন। চলতি বছরে জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা খুবই কম ছিল। জুলাইয়ে ৪০, আগস্টে ৬৪ জন এবং সেপ্টেম্বরে ১০১ জন আক্রান্ত হয়েছেন। পুরসভার দাবি, প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)