সংবাদদাতা, উলুবেড়িয়া: বিভিন্ন জলাধার থেকে ডিভিসি জল ছাড়ার ফলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জল ছাড়ার কারণে বন্যার আশঙ্কায় ভুগছেন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দারা। যদিও প্রশাসন সূত্রে খবর, দামোদরে জলস্তর বাড়লেও এখনই আতঙ্কের কোনও কারণ নেই। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। দুর্গাপুজোর দশমীর পরেই ডিভিসি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়তে শুরু করে। গত কয়েক দিনের মতো রবিবারও জল ছেড়েছে তারা। যেকারণে দামোদরে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও এখন জল বিপদসীমার নীচেই রয়েছে।
এদিকে, দামোদরে জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার আতঙ্ক গ্রাস করেছে উদয়নারায়ণপুরের বাসিন্দাদের। তাঁদের বক্তব্য, দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ডিভিসির ছাড়া জলে আমাদের রাতের ঘুম উড়েছে। দামোদরের জল এখন বিপদসীমার সামান্য নীচে থাকলেও ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করে তাহলে গ্রামে জল ঢুকবেই। নষ্ট হবে ফসল। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, এখনই বন্যার আশঙ্কা নেই। ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, তাতে দামোদরে জলস্তর বৃদ্ধি পেলেও নদীবাঁধ উপচে গ্রামে জল ঢোকেনি। তবে এরপর যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করে, তাহলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। তিনি ডিভিসির বিরুদ্ধে তোপ দেগে বলেন, ডিভিসির এই দায়িত্বজ্ঞানহীন কজের জন্য উৎসবের মাঝেও মানুষকে রাত জেগে কাটাতে হচ্ছে।